Skip to main content

Posts

Hello everybody! সবাই কেমন আছো।

Tense & Structure

12 Tense Structures with "Write" 12 Tense Structures Tense Sentence (with will) Sentence (with shall) Structure Simple Present She writes books I write books. Subject + Base Verb (+ -s/-es) + Object Present Continuous She is writing books. I am writing books. Subject + is /are/am + Verb-ing + Object Present Perfect She has written books. I have written books. Subject + has /have + Past Participle + Object Present Perfect Continuous She has been writing books. I have been writing books. Subject + has /have + been + Verb-ing + Object Simple Past She wrote books. I wrote books. Subject + Past Form of Verb + Object Past Continuous She was writing books. I was writing books....

৯ম -১০ম বিজ্ঞান, পলিমার।

  পলিমার : পলিমার (Polimer) শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি (Poly) ও মেরোস (Merus) থেকে, যার অর্থ হলো অনেক (গধহু) ও অংশ (চধৎঃ)। অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ একের পর এক জোড়া লেগে যে একটি বড় জিনিস উৎপন্ন হয় তাকে পলিমার বলে।  মনোমার : যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, তাদেরকে বলে মনোমার। যেমন : পলিথিন ব্যাগ ইথিলিন নামক ছোট ছোট মনোমার থেকে তৈরি হয় ।  প্রাকৃতিক পলিমার : যে সকল পলিমার প্রকৃতিতে পাওয়া যায়, তাদেরকে প্রাকৃতিক পলিমার বলে। যেমন : পাট, সিল্ক, রাবার ইত্যাদি।  কৃত্রিম পলিমার : যে সকল পলিমার প্রকৃতিতে পাওয়া যায় না, শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাদেরকে কৃত্রিম পলিমার বলে। যেমন : মেলামাইন, রেজিন, বাকেলাইট ইত্যাদি।  পলিমারকরণ প্রক্রিয়া : যে প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্য মনোমারকে সংযুক্ত করে পলিমার তৈরি করা হয়, তাকে বলে পলিমারকরণ প্রক্রিয়া। সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ ও তাপের প্রয়োজন হয়।  পলিথিন প্রস্তুতি : ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০ সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। এক্ষেত্রে পলিমারকরণ দ্রæত করার জন্য প্রভাবক হিসেবে...
Synonyms and Antonyms Synonyms and Antonyms # English Word (বাংলা শব্দ) Synonym (সমার্থক শব্দ) Antonym (বিপরীতার্থক শব্দ) 1 Happy (খুশি) Joyful (আনন্দিত) Sad (দুঃখিত) 2 Sad (দুঃখিত) Unhappy (অসুখী) Happy (খুশি) 3 Big (বড়) Large (বিশাল) Small (ছোট) 4 Small (ছোট) Tiny (ক্ষুদ্র) Big (বড়) 5 Fast (দ্রুত) Quick (তাড়াতাড়ি) Slow (ধীরে) 6 Slow (ধীরে) Leisurely (আস্তে) Fast (দ্রুত) 7 Good (ভালো) Nice (সুন্দর) Bad (খারাপ) 8 Bad (খারাপ) Awful (ভয়ঙ্কর) Good (ভালো) 9 Hot (গরম) Warm (উষ্ণ) Cold (ঠান্ডা) 10 Cold (ঠান্ডা) Chilly (শীতল) Hot (গরম) 11 E...

Clause with classifications

Imagine you're building with LEGOs. What's a Clause? (ক্লজ কি?) Think of a clause like a small group of LEGO bricks that always has two special pieces:  * One brick that says who or what is doing something (the subject - কর্তা).  * One brick that says what they are doing (the verb - ক্রিয়া). So, even a tiny LEGO group like "I run" (আমি দৌড়াই - Ami dourai) is a clause because "I" (আমি - Ami) is the who, and "run" (দৌড়াই - dourai) is what I'm doing. Two Main Types of Clauses (ক্লজের দুটি প্রধান প্রকার): Now, these LEGO groups can be two main types:  * Independent Clause (স্বাধীন ক্লজ / স্বাধীন খন্ড বাক্য): This is like a complete little LEGO creation all by itself. It makes sense on its own.    * English Example: The cat slept. (বিড়ালটি ঘুমিয়েছিল - Biralṭi ghumiyechhilo.) - You understand this perfectly.    * Bengali Example: বৃষ্টি পড়ছে। (Brishti porchhe.) - It is raining. - This also makes perfect sense alone.  * Dependent Clause (অধীন ক্...

Preposition

  হ্যালো বন্ধুরা, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা! কেমন আছো তোমরা? কখনো কি মনে হয়েছে in, on, at, by, for-এর মতো ছোট ছোট শব্দগুলো তোমাদের বাক্য লেখার সময় ঝামেলা করে? চিন্তা নেই, তোমরা একা নও! Preposition গুলো দেখতে ছোট হলেও, এগুলো ভালো করে শিখলে তোমরা খুব সহজে সুন্দর ও নির্ভুল ইংরেজি লিখতে পারবে। Preposition হলো ছোট ছোট আঠার মতো শব্দ। এগুলো বিশেষ্য (noun), সর্বনাম (pronoun) ও ক্রিয়াপদের (verb) মধ্যেকার সম্পর্ক দেখায়। একটা ভুল preposition ব্যবহার করলে কিন্তু বাক্যের মানেই বদলে যেতে পারে! চলো, কিছু দরকারি বিষয় সহজ করে জেনে নিই। সময়ের Preposition: কখন কী হয় সময় বোঝাতে কোন preposition ব্যবহার করতে হয়, সেটা জানা খুব জরুরি। সহজে মনে রাখার জন্য দেখো:  * at: যখন একদম নির্দিষ্ট সময় বোঝায়, যেমন - ৫টা ৩০ মিনিট (5:30 PM)। আবার ছুটির দিনের আগে "day" না থাকলে (যেমন - ঈদ - Eid) এবং দিনের কোনো নির্দিষ্ট ভাগের আগে (যেমন - রাতে - night) এটা বসে।    * উদাহরণ: ট্রেনটা ঠিক ৫টা ৩০ মিনিটে আসবে (at 5:30 PM)। আমরা রমজানের শেষে ঈদ পালন করি (at the end of Ramadan)। সে রাতে পড়তে ভালো...

Paragraph

My Blog Welcome to My Blog! Table of Contents Our National Flag The Importance of Learning English A Tea Stall Traffic Jam A Street Accident A Village Fair Load Shedding Your School Library A School Magazine A Village Doctor Tree Plantation A Book Fair I have Visited/A Book Fair A Railway Station The Life of a Farmer Bad Effects of Smoking Drug Addiction Your Favourite game Importance of Reading Newspapers Or Newspaper Reading A Visit to a Historical Place A Rickshaw puller climate change goodcitizen pastime Pahela Baishakh The International Mother Language Day may Day or International Workers' Day price Hike A Winter Morning A Rainy Day The Life of a Street Hawker or A Street...

Right Forms of Verbs

ইংরেজি বাক্যে ক্রিয়াপদের সঠিক ব্যবহার (Right Form of Verbs): নিয়মাবলী বাক্যে Subject (কর্তা) এর Number (বচন), Person (পুরুষ) এবং বাক্যের Tense (কাল) অনুযায়ী Verb (ক্রিয়া)-এর সঠিক রূপ ব্যবহার করা অপরিহার্য। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উদাহরণসহ আলোচনা করা হলো। A. Present Tenses (বর্তমান কাল) Rule 1: Simple Present Tense (সাধারণ বর্তমান কাল) - Third Person Singular Subject নিয়ম: বাক্যটি Simple Present Tense (Present Indefinite Tense) হলে এবং Subject (কর্তা) যদি Third Person Singular Number (যেমন: he, she, it, কোনো একক নাম - Rahim, the boy, the sun) হয়, তবে মূল Verb-এর শেষে s/es যোগ করতে হয়। Bengali: বাক্যটি সাধারণ বর্তমান কালের হলে এবং কর্তা যদি তৃতীয় পুরুষ একবচন (Third Person Singular) হয়, তবে ক্রিয়ার শেষে s বা es যোগ হয়। Examples: (a) The boy goes (go) to school regularly. (b) The boy does not go (go) to school daily. (Negative বাক্যে Auxiliary Verb 'does' ব্যবহৃত হওয়ায় মূল Verb 'go'-এর সাথে s/es যোগ হয় না।) Try yourself: Mr. Khan goes (go) abroad ev...

Translate