Skip to main content

Posts

Showing posts with the label voice change
Hello everybody! সবাই কেমন আছো।

Voice Change

Pronoun Forms Pronoun Subjective Form Objective Form First Person Singular I Me Second Person Singular/Plural You You Third Person Singular (Masculine) He Him Third Person Singular (Feminine) She Her Third Person Singular (Neuter) It It First Person Plural We Us Third Person Plural They Them To Be Verb Forms Verb Be verb Present (V1) am, is, are Past (V2) was, were Modal Verb be Ving being have, has, had been Modal Verb : can, could, may, might, shall, should, will, would, must, need to, dare to, ought to, used to, be going to. Active Voice এর গঠন: subject+V1/V2+object+বাকি অংশ। Passive voi...

Voice change এর নিয়ম

  Voice Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে। অথবা Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে। Types of voice: There are two types of voice: Active voice. Passive voice. Active voice: যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়। Structure: Subject + verb + object. Example: I do the work. Passive voice: যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়। Structure: Object + be verb + verb এর past participle+ by+ subject. Example: The work is done by me. Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম: Rule 1: a)  Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়। b)  Active voice এর ob...

Translate