Skip to main content

Posts

Showing posts with the label Grammar Part
Hello everybody! সবাই কেমন আছো।

Tense

ইংরেজি ক্রিয়ার কাল: বিস্তারিত ব্যাখ্যা, গঠন ও উদাহরণ (বাংলা ও ইংরেজি) ইংরেজি ক্রিয়ার কাল: বিস্তারিত ব্যাখ্যা, গঠন ও উদাহরণ (বাংলা ও ইংরেজি) I. Present Tenses (বর্তমান কাল) 1. Simple Present Tense (সাধারণ বর্তমান কাল) ব্যাখ্যা (বাংলা): এই কালটি অভ্যাস, রুটিন, চিরন্তন সত্য এবং তথ্যের জন্য ব্যবহৃত হয়। Explanation (English): This tense is used for habits, routines, general truths, and facts. English Structure: Subject + Base Verb (+ -s/-es for third-person singular) + Object English Example: She writes letters every week. 2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল) ব্যাখ্যা (বাংলা): বর্তমানে, কথা বলার মুহূর্তে বা বর্তমান সময়ের আশেপাশে ঘটছে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়। Explanation (English): This tense is used for actions happening now, at the moment of speaking, or around the present time. English Structu...

Tense in details

ইংরেজি ক্রিয়ার কাল: একটি বিস্তারিত গাইড (বাংলা ও ইংরেজি ব্যাখ্যা সহ) ইংরেজি ক্রিয়ার কাল: একটি বিস্তারিত গাইড (বাংলা ও ইংরেজি ব্যাখ্যা সহ) I. Present Tenses (বর্তমান কাল) 1. Simple Present Tense (সাধারণ বর্তমান কাল) ব্যাখ্যা (বাংলা): এই কালটি অভ্যাস, রুটিন, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক তথ্য এবং নির্ধারিত ভবিষ্যৎ ঘটনা (যেমন সময়সূচী) বোঝাতে ব্যবহৃত হয়। নাটকের বর্ণনায় বা লেখকের উদ্ধৃতিতেও এর ব্যবহার দেখা যায়। Explanation (English): This tense is used for habits, routines, general truths, scientific facts, and scheduled future events (like timetables). It's also used in narration of plays or to express a writer's statements. গঠন: Subject + Base Verb (+ -s/-es for third-person singular) + Object সাহায্যকারী ক্রিয়া: do, does (প্রশ্ন ও নঞর্থক বাক্যে) সময় নির্দেশক শব্দ: always, often, usually, sometimes, seldom, rarely, never, every day/week/month/year, on Mondays, etc. ...

Tense & Structure

12 Tense Structures with "Write" 12 Tense Structures Tense Sentence (with will) Sentence (with shall) Structure Simple Present She writes books I write books. Subject + Base Verb (+ -s/-es) + Object Present Continuous She is writing books. I am writing books. Subject + is /are/am + Verb-ing + Object Present Perfect She has written books. I have written books. Subject + has /have + Past Participle + Object Present Perfect Continuous She has been writing books. I have been writing books. Subject + has /have + been + Verb-ing + Object Simple Past She wrote books. I wrote books. Subject + Past Form of Verb + Object Past Continuous She was writing books. I was writing books....

Clause with classifications

Imagine you're building with LEGOs. What's a Clause? (ক্লজ কি?) Think of a clause like a small group of LEGO bricks that always has two special pieces:  * One brick that says who or what is doing something (the subject - কর্তা).  * One brick that says what they are doing (the verb - ক্রিয়া). So, even a tiny LEGO group like "I run" (আমি দৌড়াই - Ami dourai) is a clause because "I" (আমি - Ami) is the who, and "run" (দৌড়াই - dourai) is what I'm doing. Two Main Types of Clauses (ক্লজের দুটি প্রধান প্রকার): Now, these LEGO groups can be two main types:  * Independent Clause (স্বাধীন ক্লজ / স্বাধীন খন্ড বাক্য): This is like a complete little LEGO creation all by itself. It makes sense on its own.    * English Example: The cat slept. (বিড়ালটি ঘুমিয়েছিল - Biralṭi ghumiyechhilo.) - You understand this perfectly.    * Bengali Example: বৃষ্টি পড়ছে। (Brishti porchhe.) - It is raining. - This also makes perfect sense alone.  * Dependent Clause (অধীন ক্...

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? বাক্য (Sentence) এর সংজ্ঞা দুই বা ততোধিক শব্দ যখন সুনির্দিষ্টভাবে একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য (Sentence) বলা হয়। যদি শব্দগুলো একত্রিত হয়েও মনের ভাব স্পষ্ট করে না তোলে, তবে তাকে বাক্য বলা যাবে না। একটি পূর্ণাঙ্গ বাক্য গঠনের জন্য শব্দগুলোকে অবশ্যই একটি অর্থপূর্ণ এবং ব্যাকরণসম্মত ক্রমে সাজাতে হয়। ইংরেজি ব্যাকরণে বাক্য হলো মৌলিক একক। এটি এক বা একাধিক শব্দের সমষ্টি যা একটি সম্পূর্ণ ধারণা, অনুভূতি বা অর্থ প্রকাশ করে এবং সাধারণত একটি কর্তা (Subject) ও একটি ক্রিয়া (Verb) নিয়ে গঠিত হয়। এছাড়াও, বাক্যে কর্ম (Object) বা পরিপূরক (Complement) থাকতে পারে এবং শব্দগুলো যথাযথভাবে সাজানো থাকে। মনে রাখা জরুরি, ক্রিয়া (Verb) ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন:  * Shina eats pizza. (শিনা পিৎজা খায়।)    এই বাক্যে, Shina হলো কর্তা (Subject), eats হলো ক্রিয়া (Verb) এবং pizza হলো কর্ম (Object)।  * Rahim loves to travel. (রহিম ভ্রমণ করতে ভালোবাসে।)    এখানে, Rahim হলো...

completing sentences ssc 2025

  Here's the re-arranged list, grouping sentences by their linking words/structures: "If" Clauses (Conditional Type 1, 2, and 3): (a) If we invest in girls' education, sub will/would be happy (e) If you do not work hard, (c) If we follow the rules of health, (c) If I had seen you, (d) If I had known his mobile number, (a) I am looking for Rathan. If I had seen him, (b) Had I the wings of a dove, (c) If I had the wings of a bird, "Unless" Clauses: (a) Unless you study attentively, (b) Unless you study attentively, "Lest" Clauses: (e) We must look before we leap lest (e) We work seriously lest sub should  fail (d) Take your umbrella lest (e) Take your umbrella lest "As if" Clauses: (b) Shila seemed upset. She talked as if (d) We love and help one another as if (b) He pretended as if "Provided that" Clauses: (e) Work hard provided that ...

Translate