Skip to main content
Hello everybody! সবাই কেমন আছো।

Tense in details

ইংরেজি ক্রিয়ার কাল: একটি বিস্তারিত গাইড (বাংলা ও ইংরেজি ব্যাখ্যা সহ)

ইংরেজি ক্রিয়ার কাল: একটি বিস্তারিত গাইড (বাংলা ও ইংরেজি ব্যাখ্যা সহ)

I. Present Tenses (বর্তমান কাল)

1. Simple Present Tense (সাধারণ বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অভ্যাস, রুটিন, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক তথ্য এবং নির্ধারিত ভবিষ্যৎ ঘটনা (যেমন সময়সূচী) বোঝাতে ব্যবহৃত হয়। নাটকের বর্ণনায় বা লেখকের উদ্ধৃতিতেও এর ব্যবহার দেখা যায়।

Explanation (English): This tense is used for habits, routines, general truths, scientific facts, and scheduled future events (like timetables). It's also used in narration of plays or to express a writer's statements.

গঠন: Subject + Base Verb (+ -s/-es for third-person singular) + Object

সাহায্যকারী ক্রিয়া: do, does (প্রশ্ন ও নঞর্থক বাক্যে)

সময় নির্দেশক শব্দ: always, often, usually, sometimes, seldom, rarely, never, every day/week/month/year, on Mondays, etc.

হ্যাঁ-বাচক: She writes letters every week. (সে প্রতি সপ্তাহে চিঠি লেখে।)

প্রশ্ন-বাচক: Does she write letters every week? (সে কি প্রতি সপ্তাহে চিঠি লেখে?)

না-বাচক: She does not write letters every week. (সে প্রতি সপ্তাহে চিঠি লেখে না।)

2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি বর্তমানে ঘটছে এমন কাজ, সাময়িক কাজ যা এই সময়ের আশেপাশে চলছে, ভবিষ্যতের নিশ্চিত পরিকল্পনা এবং অপ্রত্যাশিত পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions happening now, temporary actions around the present time, definite future arrangements, and unexpected changes.

গঠন: Subject + am/is/are + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: am, is, are

সময় নির্দেশক শব্দ: now, at the moment, currently, these days, tonight (for future plans), etc.

হ্যাঁ-বাচক: They are writing a report now. (তারা এখন একটি প্রতিবেদন লিখছে।)

প্রশ্ন-বাচক: Are they writing a report now? (তারা কি এখন একটি প্রতিবেদন লিখছে?)

না-বাচক: They are not writing a report now. (তারা এখন একটি প্রতিবেদন লিখছে না।)

3. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতে শুরু হওয়া কিন্তু বর্তমানে যার প্রভাব আছে, অনির্দিষ্ট অতীতে সম্পন্ন কাজ এবং জীবনের অভিজ্ঞতা বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that started in the past and have a connection to the present, actions completed at an unspecified time in the past, and life experiences.

গঠন: Subject + has/have + Past Participle + Object

সাহায্যকারী ক্রিয়া: has, have

সময় নির্দেশক শব্দ: just, already, yet, ever, never, so far, up to now, recently, since, for, etc.

হ্যাঁ-বাচক: He has written several novels. (সে কয়েকটি উপন্যাস লিখেছে।)

প্রশ্ন-বাচক: Has he written several novels? (সে কি কয়েকটি উপন্যাস লিখেছে?)

না-বাচক: He has not written several novels. (সে কয়েকটি উপন্যাস লেখেনি।)

4. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন কাজ এবং সম্প্রতি শেষ হয়েছে কিন্তু যার প্রভাব এখনও বিদ্যমান, এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয়। এটি কাজের সময়কালের উপর জোর দেয়।

Explanation (English): This tense is used for actions that started in the past and are still ongoing, and actions that have recently finished but have present consequences. It emphasizes the duration of the action.

গঠন: Subject + has/have + been + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: has been, have been

সময় নির্দেশক শব্দ: for, since, how long, all day/morning/evening, etc.

হ্যাঁ-বাচক: She has been writing stories since morning. (সে সকাল থেকে গল্প লিখছে।)

প্রশ্ন-বাচক: Has she been writing stories since morning? (সে কি সকাল থেকে গল্প লিখছে?)

না-বাচক: She has not been writing stories since morning. (সে সকাল থেকে গল্প লিখছে না।)

II. Past Tenses (অতীত কাল)

5. Simple Past Tense (সাধারণ অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতে একটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হওয়া কাজ, অতীতের ধারাবাহিক কাজ এবং অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for completed actions at a specific time in the past, a series of completed past actions, and past habits.

গঠন: Subject + Past Form of Verb + Object

সাহায্যকারী ক্রিয়া: did (প্রশ্ন ও নঞর্থক বাক্যে)

সময় নির্দেশক শব্দ: yesterday, last night/week/month/year, ago, then, in 2020, etc.

হ্যাঁ-বাচক: I wrote an email yesterday. (আমি গতকাল একটি ইমেইল লিখেছিলাম।)

প্রশ্ন-বাচক: Did you write an email yesterday? (তুমি কি গতকাল একটি ইমেইল লিখেছিলে?)

না-বাচক: I did not write an email yesterday. (আমি গতকাল একটি ইমেইল লিখিনি।)

6. Past Continuous Tense (ঘটমান অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান কাজ, অন্য অতীত কাজের প্রেক্ষাপট এবং একই সময়ে দুটি অতীত কাজ বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions in progress at a specific time in the past, background action for another past event, and two simultaneous past actions.

গঠন: Subject + was/were + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: was, were

সময় নির্দেশক শব্দ: while, as, when, at that time, all day yesterday, etc.

হ্যাঁ-বাচক: He was writing a poem when the lights went out. (আলো চলে যাওয়ার সময় সে একটি কবিতা লিখছিল।)

প্রশ্ন-বাচক: Was he writing a poem when the lights went out? (আলো চলে যাওয়ার সময় সে কি একটি কবিতা লিখছিল?)

না-বাচক: He was not writing a poem when the lights went out. (আলো চলে যাওয়ার সময় সে একটি কবিতা লিখছিল না।)

7. Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছিল তা বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for an action that was completed before another action in the past.

গঠন: Subject + had + Past Participle + Object

সাহায্যকারী ক্রিয়া: had

সময় নির্দেশক শব্দ: before, after, when, by the time, already, never, etc.

হ্যাঁ-বাচক: They had written the proposal before the deadline. (তারা সময়সীমার আগে প্রস্তাবটি লিখেছিল।)

প্রশ্ন-বাচক: Had they written the proposal before the deadline? (তারা কি সময়সীমার আগে প্রস্তাবটি লিখেছিল?)

না-বাচক: They had not written the proposal before the deadline. (তারা সময়সীমার আগে প্রস্তাবটি লেখেনি।)

8. Past Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অতীতের কোনো নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত কোনো কাজ কতক্ষণ ধরে চলছিল তা বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রায়শই অতীতকালে কোনো কাজের কারণ বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for an action that had been in progress for a duration before another action in the past. It often shows the cause or result of a past situation.

গঠন: Subject + had + been + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: had been

সময় নির্দেশক শব্দ: for, since, how long, before, by the time, etc.

হ্যাঁ-বাচক: He had been writing for hours before he finally finished. (অবশেষে শেষ করার আগে সে কয়েক ঘণ্টা ধরে লিখছিল।)

প্রশ্ন-বাচক: Had he been writing for hours before he finally finished? (অবশেষে শেষ করার আগে সে কি কয়েক ঘণ্টা ধরে লিখছিল?)

না-বাচক: He had not been writing for hours before he finally finished. (অবশেষে শেষ করার আগে সে কয়েক ঘণ্টা ধরে লিখছিল না।)

III. Future Tenses (ভবিষ্যৎ কাল)

9. Simple Future Tense (সাধারণ ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কাল ভবিষ্যৎprediction, তাৎক্ষণিক সিদ্ধান্ত, প্রতিশ্রুতি, প্রস্তাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা (বিশেষত যখন সিদ্ধান্তটি কথা বলার মুহূর্তে নেওয়া হয়) বোঝাতে ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for future predictions, spontaneous decisions, promises, offers, and future plans (especially when the decision is made at the moment of speaking).

গঠন: Subject + will/shall + Base Verb + Object

সাহায্যকারী ক্রিয়া: will, shall

সময় নির্দেশক শব্দ: tomorrow, next week/month/year, soon, later, in the future, etc.

হ্যাঁ-বাচক: She will write a book next year. (সে আগামী বছর একটি বই লিখবে।)

প্রশ্ন-বাচক: Will she write a book next year? (সে কি আগামী বছর একটি বই লিখবে?)

না-বাচক: She will not write a book next year. (সে আগামী বছর একটি বই লিখবে না।)

10. Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কাল ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান থাকবে তা বোঝায়। এটি ভবিষ্যতের রুটিন বা পূর্বনির্ধারিত ঘটনাও বোঝাতে পারে।

Explanation (English): This tense describes an action that will be in progress at a specific time in the future. It can also indicate future routines or pre-arranged events.

গঠন: Subject + will/shall + be + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: will be, shall be

সময় নির্দেশক শব্দ: at this time tomorrow, next Monday at 10 AM, all day tomorrow, etc.

হ্যাঁ-বাচক: He will be writing his exam at this time tomorrow. (আগামীকাল এই সময়ে সে তার পরীক্ষা লিখতে থাকবে।)

প্রশ্ন-বাচক: Will he be writing his exam at this time tomorrow? (আগামীকাল এই সময়ে সে কি তার পরীক্ষা লিখতে থাকবে?)

না-বাচক: He will not be writing his exam at this time tomorrow. (আগামীকাল এই সময়ে সে তার পরীক্ষা লিখতে থাকবে না।)

11. Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কাল ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে তা বোঝায়। এটি ভবিষ্যতের একটি সময়সীমার মধ্যে কোনো কাজ শেষ হওয়ার উপর জোর দেয়।

Explanation (English): This tense describes an action that will be completed before a specific time in the future. It emphasizes the completion of an action by a future deadline.

গঠন: Subject + will/shall + have + Past Participle + Object

সাহায্যকারী ক্রিয়া: will have, shall have

সময় নির্দেশক শব্দ: by tomorrow/next week/the end of the year, before, until, etc.

হ্যাঁ-বাচক: By the end of the month, they will have written all the articles. (মাসের শেষ নাগাদ তারা সমস্ত প্রবন্ধ লিখে শেষ করবে।)

প্রশ্ন-বাচক: Will they have written all the articles by the end of the month? (মাসের শেষ নাগাদ তারা কি সমস্ত প্রবন্ধ লিখে শেষ করবে?)

না-বাচক: By the end of the month, they will not have written all the articles. (মাসের শেষ নাগাদ তারা সমস্ত প্রবন্ধ লিখে শেষ করবে না।)

12. Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কাল ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত কোনো কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে তা বোঝায়। এটি ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজের সময়কাল এবং ধারাবাহিকতার উপর জোর দেয়।

Explanation (English): This tense describes an action that will have been in progress for a duration before a specific time in the future. It emphasizes the length and continuous nature of an action leading up to a future point.

গঠন: Subject + will/shall + have + been + Verb-ing + Object

সাহায্যকারী ক্রিয়া: will have been, shall have been

সময় নির্দেশক শব্দ: for, since, by the time, by next year, etc.

হ্যাঁ-বাচক: By the time we arrive, he will have been writing for a long time. (আমরা যখন পৌঁছাব, তখন সে দীর্ঘ সময় ধরে লিখতে থাকবে।)

প্রশ্ন-বাচক: Will he have been writing for a long time by the time we arrive? (আমরা যখন পৌঁছাব, তখন সে কি দীর্ঘ সময় ধরে লিখতে থাকবে?)

না-বাচক: By the time we arrive, he will not have been writing for a long time. (আমরা যখন পৌঁছাব, তখন সে দীর্ঘ সময় ধরে লিখতে থাকবে না।)

Comments

Translate