ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারব্যবস্থা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রশ্ন \ ১ \ বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? উত্তর : বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রশ্ন \ ২ \ বাংলাদেশে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে? উত্তর : বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে। প্রশ্ন \ ৩ \ প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? উত্তর : প্রধানমন্ত্রীর কার্যকাল পাঁচ বছর। প্রশ্ন \ ৪ \ কাকে সরকারের স্তম্ভ বলা হয়? উত্তর : প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। প্রশ্ন \ ৫ \ কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি? উত্তর : কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। প্রশ্ন \ ৬ \ দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? উত্তর : দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়ে গৃহীত হয়। প্রশ্ন \ ৭ \ জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক কে? উত্তর : জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক জেলা প্রশাসক। প্রশ্ন \ ৮ \ বাংলাদেশে মোট কতটি উপজেলা আছে? উত্তর : বাংলাদেশে মোট ৪৮৭টি উপজেলা আছে। প্রশ্ন \ ৯ \ জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি কে? উত্তর : জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি জেলা প্রশাসক। প্রশ্ন \ ১০ \ সংসদের নেতা কে...