Skip to main content

Posts

Showing posts with the label ইতিহাস
Hello everybody! সবাই কেমন আছো।

ইতিহাস সাজেশন এস এস সি ২০২৫ (জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন)

 ইতিহাস সাজেশন ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন \ ১ \ ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?  উত্তর : ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয়েছে ‘ইতিহ’ শব্দ থেকে যার অর্থ হচ্ছে ঐতিহ্য। প্রশ্ন \ ২ \ ‘ইতিহাস’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে?  উত্তর : ‘ইতিহাস’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ + আস। যার অর্থ এমনই ছিল। প্রশ্ন \ ৩ \ ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে’ উক্তিটি কার? উত্তর : ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে উক্তিটি হচ্ছে ঐতিহাসিক ড. জনসনের। প্রশ্ন \ ৪ \ আধুনিক ইতিহাসের জনক কে? উত্তর : আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‌্যাংকে। প্রশ্ন \ ৫ \ ইতিহাস কত প্রকার?  উত্তর : ইতিহাস দুই প্রকার।  প্রশ্ন \ ৬ \ ভৌগোলিক অবস্থানগত ইতিহাস কত প্রকার? উত্তর : ভৌগোলিক অবস্থানগত ইতিহাস তিন প্রকার। প্রশ্ন \ ৭ \ বিষয়বস্তুগত ইতিহাস কত প্রকার?  উত্তর : বিষয়বস্তুগত ইতিহাস পাঁচ প্রকার। প্রশ্ন \ ৮ \ ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন?  উত্তর : ইবনে বতুতা আফ্রিকার দেশ মরক্কোর পরিব্রাজক ছিলেন। প্রশ্ন \ ৯ \ বেদ কী? উত্তর : বেদ ইতিহাসের একটি লিখিত গ্রন্থ। প্রশ্ন \ ১০...

গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র ,ইতিহাস ৯ম-১০ম শ্রেণী

  গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র  আধুনিক বিশ্ব গ্রীক সভ্যতার কাছে বিভিন্নভাবে খণী। এথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে।  সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যান হয়, তা গ্রীক সভ্যতার প্রমাণিত। এছাড়া দর্শন বিজ্ঞান  ভাক্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রীকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসীর যত সভ্যতার স্বর্ণ শিখরে আরোহন করুক না কেন,  শিকড়ের সন্ধান খুঁজতে গিয়ে গ্রীক সভ্যতায় অবশ্যই যেতে হবে। গ্রীন্মের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক  গৃহীত হয়েছে। তেমনিভাবে রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিদর্শন কলাকৌশল চিন্তা ধারা আজও বিলুপ্ত  হয়নি। রোমান সাহিত্য মধ্যযুগের ইউরোপ জ্ঞানচর্চার পুনরুজ্জীবনে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই রোমান  সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের স দেশের নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনায় বলা যায়, সভ্যতায় রোমানদের  অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি ব্যাখ্যা গ্রিক সভ্যতা :  গ্রিসের মহাকবি হোমারের ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্য দুটিতে বর...

Translate