পৃথিবীই সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব আছে। শুধু অস্তিত্ব আছে, তা-ই নয়; হয়েছে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর বিকাশ। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে প্রাণের বিকাশের পেছনে পানির ভূমিকা অপরিসীম। মোটা দাগে, পৃথিবীর পানিকে দুভাগে ভাগ করা যায়। লবণাক্ত বা পানের অযোগ্য পানি। আর মিঠা বা সুপেয় পানি। সুপেয় পানির মূল্য কতখানি, তা এ দেশের মানুষ বেশ ভালোই জানেন। শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নয়, পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই আছে সুপেয় পানির সংকট। আবার অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। বন্যা বা অতিবৃষ্টির মতো দুর্যোগও বাড়ছে পৃথিবীজুড়ে। তার মানে, একদিকে পানি যেমন জীবন বাঁচায়, তেমনি কখনো কখনো প্রাণনাশের কারণও হয়ে ওঠে। পৃথিবীতে ঠিক কী পরিমাণ পানি আছে আর তা কীভাবে কোথায় আছে, তা নিয়ে মনে প্রশ্ন জাগা তাই স্বাভাবিক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) অনুসারে, পৃথিবীর মোট পানির পরিমাণ ১৩৩ দশমিক ২ কোটি ঘন কিলোমিটার। সেটা আসলে কতটুকু? পৃথিবীকে একটি ফুটবলের মতো কল্পনা করলে এর মোট পানির পরিমাণ হবে সামান্য একটি পিংপং বলের সমান কল্পনা করুন, পৃথিবীকে যদি একটি ফুটবলের মতো। তাহলে এই মোট প...