ভূগোল সাজেশন ৪র্থ অধ্যায় ৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি ভ‚ত্বক : ভ‚পৃষ্ঠে যে শিলার কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভ‚ত্বক। ভ‚ত্বক অশ্বমণ্ডলের উপরিভাগ। ভ‚ত্বকের পুরুত্ব গড়ে ২০ কিলোমিটার। ভ‚ত্বক বিভিন্ন প্রকার শিলা ও খনিজ উপাদানে গঠিত। অশ্মমণ্ডল : সাধারণভাবে ভ‚পৃষ্ঠের উপরিভাগ থেকে ভ‚অভ্যন্তরের দিকে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত লঘু ধাতুর সংমিশ্রণে গঠিত মণ্ডলটিকে অশ্মমণ্ডল বলে। গুরুমণ্ডল : অশ্মমণ্ডলের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত মূলত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডল : গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মণ্ডলটিকে কেন্দ্রমণ্ডল বলে। এ স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। শিলা : ভ‚ত্বক নানা জাতীয় পদার্থ দ্বারা গঠিত। এদের মধ্যে পাথর, নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রধান। ভ‚ত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। খনিজ : কতকগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। খনিজ হলো প্রাকৃতিক অজৈব পদার্থ, যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্...