Skip to main content
Hello everybody! সবাই কেমন আছো।

Tense

ইংরেজি ক্রিয়ার কাল: বিস্তারিত ব্যাখ্যা, গঠন ও উদাহরণ (বাংলা ও ইংরেজি)

ইংরেজি ক্রিয়ার কাল: বিস্তারিত ব্যাখ্যা, গঠন ও উদাহরণ (বাংলা ও ইংরেজি)

I. Present Tenses (বর্তমান কাল)

1. Simple Present Tense (সাধারণ বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): এই কালটি অভ্যাস, রুটিন, চিরন্তন সত্য এবং তথ্যের জন্য ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for habits, routines, general truths, and facts.

English Structure: Subject + Base Verb (+ -s/-es for third-person singular) + Object

English Example: She writes letters every week.

2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): বর্তমানে, কথা বলার মুহূর্তে বা বর্তমান সময়ের আশেপাশে ঘটছে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions happening now, at the moment of speaking, or around the present time.

English Structure: Subject + am/is/are + Verb-ing + Object

English Example: They are writing a report now.

3. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতে শুরু হওয়া এবং বর্তমানের সাথে সংযোগ আছে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়। প্রায়শই ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

Explanation (English): This tense is used for actions that started in the past and have a connection to the present. Often focuses on the result.

English Structure: Subject + has/have + Past Participle + Object

English Example: He has written several novels.

4. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতে শুরু হওয়া, বর্তমান পর্যন্ত চলতে থাকা এবং ভবিষ্যতে আরও চলতে পারে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়। প্রায়শই সময়কালের উপর জোর দেয়।

Explanation (English): This tense is used for actions that started in the past, have been continuing up to the present, and may continue further. Often emphasizes the duration.

English Structure: Subject + has/have + been + Verb-ing + Object

English Example: She has been writing stories since morning.

II. Past Tenses (অতীত কাল)

5. Simple Past Tense (সাধারণ অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হওয়া কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for completed actions in the past at a specific time.

English Structure: Subject + Past Form of Verb + Object

English Example: I wrote an email yesterday.

6. Past Continuous Tense (ঘটমান অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতের নির্দিষ্ট সময়ে চলছিল এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that were in progress at a specific time in the past.

English Structure: Subject + was/were + Verb-ing + Object

English Example: He was writing a poem when the lights went out.

7. Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতের অন্য একটি কাজের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for an action that was completed before another action in the past.

English Structure: Subject + had + Past Participle + Object

English Example: They had written the proposal before the deadline.

8. Past Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান অতীত কাল)

ব্যাখ্যা (বাংলা): অতীতের অন্য একটি কাজের আগে কিছু সময় ধরে চলছিল এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for an action that had been in progress for a duration before another action in the past.

English Structure: Subject + had + been + Verb-ing + Object

English Example: He had been writing for hours before he finally finished.

III. Future Tenses (ভবিষ্যৎ কাল)

9. Simple Future Tense (সাধারণ ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): ভবিষ্যতে ঘটবে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that will happen in the future.

English Structure: Subject + will/shall + Base Verb + Object

English Example: She will write a book next year.

10. Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে চলতে থাকবে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that will be in progress at a specific time in the future.

English Structure: Subject + will/shall + be + Verb-ing + Object

English Example: He will be writing his exam at this time tomorrow.

11. Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হবে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that will be completed before a specific time in the future.

English Structure: Subject + will/shall + have + Past Participle + Object

English Example: By the end of the month, they will have written all the articles.

12. Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল)

ব্যাখ্যা (বাংলা): ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কিছু সময় ধরে চলতে থাকবে এমন কাজের জন্য এই কাল ব্যবহৃত হয়।

Explanation (English): This tense is used for actions that will have been in progress for a duration before a specific time in the future.

English Structure: Subject + will/shall + have + been + Verb-ing + Object

English Example: By the time we arrive, he will have been writing for a long time.

আশা করি, এই বিস্তারিত ব্যাখ্যা এবং উদাহরণ ইংরেজি ক্রিয়ার কাল বুঝতে সহায়ক হবে।

Comments

Translate