হ্যালো বন্ধুরা, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা! কেমন আছো তোমরা? কখনো কি মনে হয়েছে in, on, at, by, for-এর মতো ছোট ছোট শব্দগুলো তোমাদের বাক্য লেখার সময় ঝামেলা করে? চিন্তা নেই, তোমরা একা নও! Preposition গুলো দেখতে ছোট হলেও, এগুলো ভালো করে শিখলে তোমরা খুব সহজে সুন্দর ও নির্ভুল ইংরেজি লিখতে পারবে।
Preposition হলো ছোট ছোট আঠার মতো শব্দ। এগুলো বিশেষ্য (noun), সর্বনাম (pronoun) ও ক্রিয়াপদের (verb) মধ্যেকার সম্পর্ক দেখায়। একটা ভুল preposition ব্যবহার করলে কিন্তু বাক্যের মানেই বদলে যেতে পারে! চলো, কিছু দরকারি বিষয় সহজ করে জেনে নিই।
সময়ের Preposition: কখন কী হয়
সময় বোঝাতে কোন preposition ব্যবহার করতে হয়, সেটা জানা খুব জরুরি। সহজে মনে রাখার জন্য দেখো:
* at: যখন একদম নির্দিষ্ট সময় বোঝায়, যেমন - ৫টা ৩০ মিনিট (5:30 PM)। আবার ছুটির দিনের আগে "day" না থাকলে (যেমন - ঈদ - Eid) এবং দিনের কোনো নির্দিষ্ট ভাগের আগে (যেমন - রাতে - night) এটা বসে।
* উদাহরণ: ট্রেনটা ঠিক ৫টা ৩০ মিনিটে আসবে (at 5:30 PM)। আমরা রমজানের শেষে ঈদ পালন করি (at the end of Ramadan)। সে রাতে পড়তে ভালোবাসে (at night)।
* on: যখন কোনো নির্দিষ্ট দিন (যেমন - সোমবার - Monday), তারিখ (যেমন - ১৫ই আগস্ট - 15th of August) অথবা "day" আছে এমন ছুটির দিন (যেমন - স্বাধীনতা দিবস - Independence Day) বোঝায়, তখন এটা বসে।
* উদাহরণ: আমাদের সোমবার বিজ্ঞান পরীক্ষা (on Monday)। আমার জন্মদিন ১৫ই আগস্ট (on the 15th of August)। আমরা স্বাধীনতা দিবসে গ্রামে যাই (on Independence Day)।
* in: যখন মাস (যেমন - নভেম্বর - November), বছর (যেমন - ১৯৭১ - 1971), শতাব্দী, ঋতু (যেমন - বসন্ত - spring) অথবা সাধারণভাবে কোনো সময়ের কথা বলা হয়, তখন এটা বসে।
* উদাহরণ: আমার পরীক্ষা নভেম্বরে (in November)। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল (in 1971)। বসন্তে ফুল ফোটে (in spring)। আমি কয়েক দিনের মধ্যে কাজটা শেষ করব (in a few days)।
সহজ টিপস: ক্যালেন্ডারে যদি কোনো নির্দিষ্ট দিন বা তারিখ দেখাতে পারো, তাহলে সাধারণত "on" হবে। যদি বড় কোনো সময়ের কথা বোঝায়, তাহলে "in"। আর একদম সঠিক সময় বললে "at"।
জায়গার Preposition: কোথায় কী আছে
কোন জিনিস কোথায় আছে, সেটা বোঝাতেও সঠিক preposition ব্যবহার করতে হয়। দেখো কিভাবে করবে:
* at: যখন কোনো নির্দিষ্ট জায়গা (যেমন - টেবিল - table), ঠিকানা (যেমন - ১২৩ মেইন স্ট্রিট - 123 Main Street) অথবা সাধারণভাবে কোনো স্থান বোঝায়, তখন এটা বসে।
* উদাহরণ: বইটা টেবিলের উপরে (at the table)। সে ১২৩ মেইন স্ট্রিটে থাকে (at 123 Main Street)। বাস স্টপে আমার সাথে দেখা করো (at the bus stop)।
* on: যখন কোনো কিছুর উপরিভাগ (যেমন - ডেস্ক - desk), রাস্তা (যেমন - বেইলি রোড - Baily Road), নদীর তীর অথবা কোনো কিছুর সাথে লাগানো কিছু বোঝায়, তখন এটা বসে।
* উদাহরণ: কলমটা ডেস্কের উপর (on the desk)। তাদের বাড়ি বেইলি রোডে (on Baily Road)। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত (on the Buriganga River)। দেওয়ালের উপরে একটা ছবি আছে (on the wall)।
* in: যখন কোনো ঘেরা জায়গা (যেমন - ব্যাগ - bag), শহর (যেমন - খুলনা - Khulna), দেশ (যেমন - ইউরোপ - Europe) অথবা কোনো কিছুর ভেতরে কিছু বোঝায়, তখন এটা বসে।
* উদাহরণ: চাবিগুলো আমার ব্যাগের ভিতরে (in my bag)। সে খুলনায় থাকে (in Khulna)। তারা ইউরোপে ঘুরেছে (in Europe)। বোতলের মধ্যে জল আছে (in the bottle)।
সহজ করে ভাবো: একটা বিন্দু (at), একটা সমতল জায়গা (on) আর একটা ঘেরা জায়গা (in) - এভাবে মনে রাখলে গুলিয়ে ফেলবে না।
গতির Preposition: কীভাবে নড়াচড়া করে
কোনো জিনিস কীভাবে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, তা বোঝাতে এই preposition গুলো লাগে:
* to: কোনো নির্দিষ্ট দিকে বা কারো দিকে যাওয়া বোঝালে এটা বসে।
* উদাহরণ: আমরা স্কুলে যাচ্ছি (to school)। সে তার বন্ধুকে বইটি দিয়েছিল (to his friend)।
* from: কোনো জায়গা বা কারো কাছ থেকে আসা বোঝালে এটা বসে।
* উদাহরণ: সে বাজার থেকে এসেছিল (from the market)। চিঠিটা আমার চাচার কাছ থেকে (from my uncle)।
* through: কোনো কিছুর ভেতর দিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়া বোঝালে এটা বসে।
* উদাহরণ: ট্রেনটা টানেলের ভেতর দিয়ে গেল (through the tunnel)। জানালার ভেতর দিয়ে সূর্যের আলো আসছে (through the window)।
* across: কোনো কিছুর একপাশ থেকে অন্যপাশে যাওয়া বোঝালে এটা বসে।
* উদাহরণ: তারা নদীটা সাঁতরে পার হলো (across the river)। সে রাস্তাটা হেঁটে পার হলো (across the road)।
* along: কোনো কিছুর ধার দিয়ে বা সমান্তরালভাবে যাওয়া বোঝালে এটা বসে।
* উদাহরণ: আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটেছিলাম (along the beach)। গাড়িটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল (along the narrow path)।
কিছু গুলিয়ে ফেলা Preposition: চলো পরিষ্কার করি!
* by বনাম with: "By" সাধারণত বোঝায় কাজটি কে করেছে বা কীভাবে হয়েছে। "With" বোঝায় কী ব্যবহার করে কাজটি করা হয়েছে অথবা কার সাথে কাজটি করা হয়েছে।
* উদাহরণ: ঝড় দ্বারা জানালাটি ভেঙেছিল (by the storm)। সে নীল কলম দিয়ে চিঠি লিখেছিল (with a blue pen)। সে তার বোনের সাথে পার্টিতে গিয়েছিল (with his sister)।
* for বনাম since: "For" সময়ের ব্যাপ্তি বোঝায় (কতক্ষণ ধরে)। "Since" একটা নির্দিষ্ট শুরুর সময় বোঝায় (কখন থেকে)।
* উদাহরণ: আমি এখানে পাঁচ বছর ধরে বাস করছি (for five years)। সে সকাল থেকে পড়াশোনা করছে (since morning)।
* between বনাম among: "Between" সাধারণত দুজনের মধ্যে বোঝায়। "Among" তিন বা তার বেশি জনের মধ্যে বোঝায়।
* উদাহরণ: বলটা দুটো বাক্সের মাঝে (between the two boxes)। সে তার বন্ধুদের মধ্যে মিষ্টি বিতরণ করেছিল (among her classmates)।
বেশি বেশি প্র্যাকটিস করো!
Preposition ভালোভাবে শিখতে হলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বইয়ে, গল্পে এমনকি রোজকার কথাবার্তায় এগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেদিকে খেয়াল রাখো। এই ছোট কাজগুলো করতে পারো:
* সঠিক preposition দিয়ে শূন্যস্থান পূরণ করো:
* আমি তোমার সাথে লাইব্রেরিতে দুপুর ৩টায় দেখা করব (_____ the library _____ 3 PM)।
* তারা পাহাড়ের _____ একটা ছোট গ্রামে বাস করে (_____ a small village _____ the hills)।
* বিড়ালটা টেবিলের _____ লাফ দিল (_____ the table)।
* নিচের বাক্যগুলোর preposition বদলে অন্য মানে তৈরি করো:
* বইটা শেলফের উপর আছে (The book is on the shelf)।
* তারা নদীর ধার দিয়ে হেঁটেছিল (They walked along the river)।
মনে রেখো, preposition ভালোভাবে শিখলে শুধু তোমাদের ব্যাকরণই ভালো হবে না, বরং ইংরেজি লেখা ও বলার সাহসও বাড়বে। তাই মন দিয়ে প্র্যাকটিস করো আর কোনো সমস্যা হলে শিক্ষকের সাহায্য নিতে দ্বিধা করো না। তোমরা নিশ্চয়ই পারবে!
কোন preposition গুলো তোমাদের কাছে কঠিন লাগে? নিচে কমেন্ট করে জানিও!
Comments