Skip to main content

Sentence কত প্রকার ও কি কি?

 নিচে Sentence-এর প্রকারভেদগুলো অর্থ (Meaning) এবং গঠন (Structure) অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হলো:

১. অর্থ বা কাজ অনুসারে (According to Meaning/Function)

অর্থের ভিত্তিতে Sentence ৫ প্রকার। নিচে এদের গঠনপ্রণালী ও উদাহরণ দেওয়া হলো:

১. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)

যে বাক্যে কোনো সাধারণ সত্য ঘটনা বা বর্ণনা প্রকাশ করা হয়। এটি দুই ধরনের হতে পারে:

 * Affirmative (হ্যাঁ-বোধক): পজিটিভ তথ্য দেয়।

 * Negative (না-বোধক): নেগেটিভ তথ্য দেয়।

 * গঠন: Subject + Verb + Object/Extension

 * Examples:

   * Affirmative: He goes to school. (সে স্কুলে যায়।)

   * Negative: He does not go to school. (সে স্কুলে যায় না।)

২. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন (?) থাকবে।

 * গঠন ১ (Auxiliary Verb দিয়ে): Aux. Verb + Subject + Main Verb ...?

   * Example: Do you like coffee? (তুমি কি কফি পছন্দ করো?)

 * গঠন ২ (WH Word দিয়ে): WH word (Who, What, Where, etc.) + Aux. Verb + Subject ...?

   * Example: Where are you going? (তুমি কোথায় যাচ্ছ?)

৩. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

যে বাক্য দ্বারা আদেশ (Order), উপদেশ (Advice), অনুরোধ (Request), বা নিষেধ (Prohibition) বোঝানো হয়। এই বাক্যে সাধারণত Subject (You) উহ্য বা গোপন থাকে।

 * গঠন: Main Verb + Object/Extension

 * Examples:

   * Order: Get out of the room. (ঘর থেকে বেরিয়ে যাও।)

   * Request: Please give me a pen. (দয়া করে আমাকে একটি কলম দাও।)

   * Advice: Always speak the truth. (সবদা সত্য কথা বলবে।)

৪. Optative Sentence (প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য)

যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায়।

 * গঠন: May + Subject + Verb + Extension. (কখনও কখনও May উহ্য থাকতে পারে)।

 * Examples:

   * May Allah bless you. (আল্লাহ তোমার মঙ্গল করুন।)

   * Long live our President. (আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোন।)

৫. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)

যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ (সুখ, দুঃখ, বিস্ময়, ঘৃণা) প্রকাশ পায়। বাক্যের শেষে বা আবেগসূচক শব্দের পরে বিস্ময়সূচক চিহ্ন (!) থাকে।

 * গঠন: How/What + Adjective/Noun + Subject + Verb! অথবা Interjection (Alas/Hurrah) + Assertive Sentence.

 * Examples:

   * How beautiful the bird is! (পাখিটি কী সুন্দর!)

   * Hurrah! We have won the game. (কী মজা! আমরা খেলায় জিতেছি।)

২. গঠন অনুসারে (According to Structure)

বাক্যের গঠনের ওপর ভিত্তি করে Sentence ৩ প্রকার। এটি শেখা জয়েনিং (Joining) এবং ট্রান্সফরমেশন (Transformation)-এর জন্য খুব জরুরি।

১. Simple Sentence (সরল বাক্য)

যে বাক্যে মাত্র একটি Subject এবং একটি Finite Verb (সমাপিকা ক্রিয়া) থাকে।

 * চেনার উপায়: কোনো conjunction (and, but, if, because ইত্যাদি) থাকে না।

 * Example:

   * The boy (Subject) plays (Finite Verb) football.

   * Note: বাক্যে non-finite verb (going, to do) থাকতে পারে, কিন্তু Finite verb একটাই থাকবে। যেমন: Going home, I ate rice. (এখানে 'ate' হলো Finite Verb)।

২. Complex Sentence (জটিল বাক্য)

যে বাক্যে একটি Principal Clause (স্বাধীন খণ্ডবাক্য) এবং এক বা একাধিক Subordinate Clause (আশ্রিত খণ্ডবাক্য) থাকে।

 * চেনার উপায়: দুটি বাক্যাংশ Subordinate Conjunctions দিয়ে যুক্ত থাকে। যেমন: If, Though, Although, As, Because, Since, That, Who, Which, When, Where ইত্যাদি।

 * Example:

   * If you work hard, you will shine in life. (যদি তুমি কঠোর পরিশ্রম করো, তবে জীবনে উন্নতি করবে।)

   * I know that he is honest. (আমি জানি যে সে সৎ।)

৩. Compound Sentence (যৌগিক বাক্য)

যে বাক্যে দুটি বা তার বেশি Principal Clause (স্বাধীন বাক্য) থাকে এবং সেগুলো Co-ordinating Conjunctions দ্বারা যুক্ত থাকে।

 * চেনার উপায়: মাঝখানে FANBOYS (For, And, Nor, But, Or, Yet, So) থাকে।

 * Example:

   * He is poor but he is honest. (সে গরিব কিন্তু সৎ।)

   * Study hard or you will fail. (কঠোর পড়াশোনা করো নতুবা ফেল করবে।)

সারাংশ:

 * অর্থ প্রকাশের জন্য ৫ প্রকার (Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory).

 * গঠন বা স্ট্রাকচারের জন্য ৩ প্রকার (Simple, Complex, Compound).

আপনার কি কোনো নির্দিষ্ট প্রকার বুঝতে সমস্যা হচ্ছে বা আরো উদাহরণ প্রয়োজন?


Comments

Translate