SSC English 2nd Paper – Completing Sentences (with Bangla Translation)
• We should speak the truth so that people may believe us.
আমরা সত্য কথা বলা উচিত যাতে মানুষ আমাদের বিশ্বাস করে।
• Bangladesh is an agricultural country where most people depend on farming.
বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ যেখানে অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
• We should develop our country so that we can lead a happy life.
আমাদের দেশকে উন্নত করা উচিত যাতে আমরা সুখী জীবন যাপন করতে পারি।
• Students should be attentive so that they can make a good result.
ছাত্রদের মনোযোগী হওয়া উচিত যাতে তারা ভালো ফল করতে পারে।
• We should love our country because it is our motherland.
আমাদের দেশকে ভালোবাসা উচিত কারণ এটি আমাদের জন্মভূমি।
• We should work for another so that we can build up good companions.
আমাদের একে অপরের জন্য কাজ করা উচিত যাতে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি।
• If we study attentively, we can do well in the examination.
আমরা মনোযোগ দিয়ে পড়লে পরীক্ষায় ভালো করতে পারব।
• Hardly had I reached the station when the train left.
আমি স্টেশনে পৌঁছাতেই ট্রেনটি চলে গেল।
• We must work hard in order that we can prosper in life.
আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যাতে জীবনে উন্নতি করতে পারি।
• Man should not give up hope in life.
মানুষের জীবনে আশা হারানো উচিত নয়।
• If a man tries, he will get success.
যদি কেউ চেষ্টা করে, সে সফল হবে।
• After working hard, you will reach your desired destination.
কঠোর পরিশ্রমের পর তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে।
• A cobbler gets happy to earn his livelihood honestly.
একজন মুচি সৎভাবে জীবিকা অর্জন করে খুশি হয়।
• He asked me whether I could help him.
সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে সাহায্য করতে পারি কি না।
• But he had not taken the money from his neighbour because he was honest.
কিন্তু সে প্রতিবেশীর কাছ থেকে টাকা নেয়নি কারণ সে সৎ ছিল।
• It is price hike which is considered a serious problem in our country.
মূল্যবৃদ্ধি আমাদের দেশে একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত।
• If we invest in girls’ education, the nation will be benefited.
আমরা যদি মেয়েদের শিক্ষায় বিনিয়োগ করি, দেশ উপকৃত হবে।
• I feel like taking some rest.
আমার একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে।
• If you do not work hard, you will not succeed.
তুমি কঠোর পরিশ্রম না করলে সফল হবে না।
• Danger comes where care is absent.
যেখানে সতর্কতা নেই, সেখানেই বিপদ আসে।
• Work hard provided that you want to succeed.
তুমি যদি সফল হতে চাও তবে কঠোর পরিশ্রম করো।
• Many people cultivate flowers because they love beauty.
অনেকেই ফুল চাষ করে কারণ তারা সৌন্দর্য ভালোবাসে।
• We must look before we leap lest we should fall into danger.
আমাদের পদক্ষেপ নেওয়ার আগে ভাবা উচিত, নইলে বিপদে পড়তে পারি।
• This is Bangladesh where people of all religions live peacefully.
এটি বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে।
• Rukab will swim after she finishes her homework.
রুকাব তার বাড়ির কাজ শেষ করার পর সাঁতার কাটবে।
• It matters little to me whether he comes or not.
সে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না।
• The wind is so strong that the trees are swaying.
বাতাস এত জোর যে গাছগুলো দুলছে।
• Walk fast lest you should miss the bus.
তাড়াতাড়ি হাঁটো, না হলে বাস মিস করবে।
• Books are our best friends because they give us knowledge and pleasure.
বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু কারণ এগুলো আমাদের জ্ঞান ও আনন্দ দেয়।
• A man who reads books regularly becomes wise.
যে মানুষ নিয়মিত বই পড়ে, সে জ্ঞানী হয়।
• Rajshahi is the place where a huge number of mangoes are grown.
রাজশাহী এমন একটি স্থান যেখানে প্রচুর আম উৎপন্ন হয়।
• There is a proverb that health is wealth.
একটি প্রবাদ আছে, স্বাস্থ্যই সম্পদ।
• Unless you keep good health, you cannot be happy.
তুমি সুস্থ না থাকলে সুখী হতে পারবে না।
• We must eat a balanced diet so that we can remain healthy.
আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত যাতে আমরা সুস্থ থাকতে পারি।
• Unless she practises it, she won’t learn English.
সে যদি এটি অনুশীলন না করে, ইংরেজি শিখবে না।
• If we lose the morning hours of life, we will lose success.
আমরা যদি জীবনের সকাল সময় নষ্ট করি, সফলতা হারাব।
• Though lost wealth can be regained by hard work, lost time cannot be regained.
হারানো সম্পদ পরিশ্রমে ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় ফেরানো যায় না।
• Hardly had the assembly begun when the headmaster entered the hall.
সভা শুরু হওয়ার সাথে সাথেই প্রধান শিক্ষক হলে প্রবেশ করলেন।
• Although they do labour hard from dawn to dusk, slum dwellers remain poor.
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও বস্তিবাসীরা গরিবই থাকে।
• He pretends as if he knew everything.
সে এমন ভান করে যেন সব কিছু জানে।
• Hardly had he started for school when it began to rain.
সে স্কুলে রওনা হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো।
• Five years have passed since we met last.
আমাদের শেষ দেখা হওয়ার পর পাঁচ বছর কেটে গেছে।
• People cannot give up smoking easily because it becomes a habit.
মানুষ সহজে ধূমপান ছাড়তে পারে না কারণ এটি অভ্যাসে পরিণত হয়।
• Though Bangladesh has limited natural resources, she has many hardworking people.
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও এখানে অনেক পরিশ্রমী মানুষ আছে।
• An educational institution is a seat of learning so students must study attentively.
একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো শিক্ষার কেন্দ্র, তাই ছাত্রদের মনোযোগ দিয়ে পড়া উচিত।
• Since I could not get up from bed in time, I missed the bus.
আমি সময়মতো উঠতে না পারায় বাস মিস করেছি।
• We come to know about the happenings of home and abroad if we read newspapers.
আমরা পত্রিকা পড়লে দেশ-বিদেশের খবর জানতে পারি।
• If you do not waste your time, you will succeed in life.
তুমি যদি সময় নষ্ট না করো, জীবনে সফল হবে।
• Trees supply oxygen, so we should plant more trees.
গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই আমাদের আরও গাছ লাগানো উচিত।
• We must work hard in order that we can prosper in life.
আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যাতে জীবনে উন্নতি করতে পারি।
• We cannot reach our target because we are not sincere.
আমরা লক্ষ্য পূরণ করতে পারি না কারণ আমরা আন্তরিক নই।
• No sooner had I reached home than it began to rain.
আমি বাড়ি পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো।
• United we stand, divided we fall.
একতাই বল, বিভক্তিতে পতন।
• Although a law for protecting environment is available, it is not properly followed.
পরিবেশ রক্ষার আইন থাকলেও তা সঠিকভাবে অনুসরণ করা হয় না।
• It is price hike which is considered to be a great problem in our country.
মূল্যবৃদ্ধি আমাদের দেশে একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত।
Comments