Tag Question: সংজ্ঞা, নিয়ম ও উদাহরণ
সংজ্ঞা
সহজ ভাষায় বলতে গেলে, Tag Question হলো একটি ছোট প্রশ্ন যা কোনো বিবৃতির (statement) শেষে জুড়ে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো শ্রোতার কাছ থেকে সমর্থন বা সম্মতি আদায় করা। ব্যাকরণগতভাবে, Tag Question একটি ইংরেজি বাক্যের শেষে তার সত্যতা বা সমর্থন নিশ্চিত করার জন্য ব্যবহৃত একটি সংক্ষিপ্ত প্রশ্ন। একটি বাক্য হ্যাঁ-বোধক (Affirmative) হোক বা না-বোধক (Negative) হোক, Tag Question সেই বক্তব্যের প্রতিধ্বনি করে।
Tag Question তৈরির মূল নিয়ম
- যদি মূল বাক্যটি হ্যাঁ-বোধক (Affirmative) হয়, তবে Tag Question টি না-বোধক (Negative) হবে।
- যদি মূল বাক্যটি না-বোধক (Negative) হয়, তবে Tag Question টি হ্যাঁ-বোধক (Affirmative) হবে।
- Tag Question এর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে।
- মূল বাক্যের Subject Tag Question এ সর্বদা Pronoun (সর্বনাম) রূপে ব্যবহৃত হবে।
- মূল বাক্যটি যে Tense-এ থাকে, Tag Question-এর Subject-এর পূর্বে সেই Tense-এর Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) বসে।
Negative Tag Question গঠনের সংক্ষিপ্ত রূপ
Auxiliary Verb + not | সংক্ষিপ্ত রূপ |
---|---|
Do not | don’t |
has not | hasn’t |
Does not | doesn’t |
Have not | haven’t |
Did not | didn’t |
Had not | hadn’t |
am not | aren’t |
Can not | can’t |
Is not | isn’t |
Could not | couldn’t |
Are not | aren’t |
May not | mayn’t |
Was not | wasn’t |
Might not | mightn’t |
Were not | weren’t |
Must not | mustn’t |
will not | won’t |
Ought not | oughtn’t |
Shall not | shan’t |
Need not | needn’t |
Tag Question এর বিস্তারিত ব্যাকরণগত নিয়ম
নিয়ম ১: না-বোধক বিবৃতির শেষে হ্যাঁ-বোধক Question Tags হয়।
- You didn’t see him, did you?
- Raju can’t drive, can he?
- He isn’t a good boy, is he?
- I haven’t done this, have I?
নিয়ম ২: হ্যাঁ-বোধক বিবৃতির শেষে না-বোধক Question Tags হয়।
- Flower the house, won’t you?
- Ratan was playing football, wasn’t he?
- He lives in London, doesn’t he?
- They go to Cox’s Bazar, don’t they?
- We must do the homework, mustn’t we?
নিয়ম ৩: Auxiliary verb দিয়ে যুক্ত হ্যাঁ-বোধক বিবৃতির Question tag উক্ত Auxiliary verb দিয়েই করা হয় (না-বোধক রূপে)।
- Ruma is singing, isn’t she?
- They are playing, aren’t they?
- Zinia has done the work, hasn’t she?
- He will come, won’t he?
- Nobody will come, will they?
নিয়ম ৪: বিবৃতিটি যদি Introductory “there” দ্বারা শুরু হয় তবে Question tag-এর Subject-ও “there” হবে।
- There is a college in our village, isn’t there?
- There is not enough space, is there?
- There weren’t many students, were there?
- There are six boys, aren’t there?
নিয়ম ৫: বিবৃতির Subject যদি “nothing” হয় তবে Question tag-এর Subject হিসেবে “it” ব্যবহৃত হয়।
- Nothing was said, was it?
- Nothing is impossible, is it?
নিয়ম ৬: “be” verb যুক্ত Exclamatory sentence-এর Question tag করার সময় Auxiliary verb টির Negative tag ব্যবহৃত হয়।
- How beautiful the bird is, isn’t it?
- What a fool you are, aren’t you?
নিয়ম ৭: মূল verb যুক্ত Exclamatory sentence-এর Question Tag করার সময় Tense ও Subject-এর person ও number অনুযায়ী don’t, doesn’t বা didn’t ব্যবহৃত হয়।
- How slowly she walks, doesn’t she?
- How funny he talked, didn’t he?
- How skillfully they play, don’t they?
- How nicely we enjoyed it, didn’t we?
নিয়ম ৮: কিছু অপ্রাণিবাচক বস্তু (The sun, Summer, Winter, Death) যখন প্রাণিবাচক অর্থে ব্যবহৃত হয় তখন সেগুলো পুংলিঙ্গ নির্দেশ করে এবং Question tag-এর Subject “he” হয়।
- The sun sheds his beams on rich and poor alike, doesn’t he?
তবে অপ্রাণিবাচক Noun গুলো যদি অপ্রাণিবাচক অর্থে ব্যবহৃত হয় তবে Question tag-এর Subject হিসেবে “it” ব্যবহৃত হয়।
- The sun is very hot, isn’t it?
- The moon shines at night, doesn’t it?
নিয়ম ৯: কিছু অপ্রাণিবাচক বস্তু (The moon, the earth, spring, autumn, nature, liberty, justice, mercy, peace, hope, charity, river, the Padma, the Meghna) যখন প্রাণিবাচক অর্থে ব্যবহৃত হয় তখন সেগুলো স্ত্রীলিঙ্গ নির্দেশ করে এবং Question tag-এর Subject হিসেবে “she” হয়।
- The moon has hidden her face behind a cloud, hasn’t she?
- Spring has spread her mantle of green over the earth, hasn’t she?
- Peace has her victories in the long run, hasn’t she?
- Or, Peace has her victories in the long run, doesn’t it? (প্রাণিবাচক অর্থ না বোঝালে)
নিয়ম ১০: কোনো Sentence-এ have, has বা had মূল Verb হিসেবে ব্যবহৃত হলে British ও American English-এ ভিন্ন রূপে Question tag গঠিত হয়।
(i) British English:
- You have two children, haven’t you?
- He has a wrist watch, hasn’t he?
- I had some cards, hadn’t I?
- They have a garden, haven’t they?
(ii) American English:
- You have two children, don’t you?
- I had some mangoes, didn’t I?
- She has an exam tomorrow, doesn’t she?
- They have a garden, don’t they?
নিয়ম ১১: হ্যাঁ-বোধক বিবৃতিতে Subject “I” এবং Auxiliary “am” থাকলে Question tag করার সময় “aren’t I?” হবে।
- I am thirsty, aren’t I?
- I’m playing, aren’t I?
নিয়ম ১২: Sentence-এ am, is, are, was, were যদি মূল Verb হিসেবে ব্যবহৃত হয় তবে Question tag উক্ত Verb সহযোগেই গঠিত হয়।
- I was sick, wasn’t I?
- They are students, aren’t they?
- She is not a doctor, is she?
- I am busy, aren’t I?
আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
নিয়ম ১৩: Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)-এর ক্ষেত্রে সাধারণত Question tag হিসেবে “will you?”, “won’t you?”, “can you?”, “can’t you?” ইত্যাদি ব্যবহৃত হতে পারে। তবে “let’s” দিয়ে শুরু হলে “shall we?” ব্যবহৃত হয়।
- Open the door, will you? / won’t you? / can you? / can’t you?
- Don’t make a noise, will you?
- Let’s go for a walk, shall we?
নিয়ম ১৪: Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) যেমন: jury, committee, team, audience, government ইত্যাদি একক সত্তা বোঝালে Question tag-এর Subject “it” এবং বহুবচন বোঝালে “they” হয়।
- The team has played well, hasn’t it? (একক সত্তা)
- The jury were divided in their opinions, weren’t they? (বহুবচন)
নিয়ম ১৫: Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম) যেমন: everybody, nobody, somebody, anybody, everyone, no one, someone, anyone এদের Subject হিসেবে ব্যবহার করলে Question tag-এর Subject সাধারণত “they” হয়।
- Everybody loves flower, don’t they?
- Nobody called, did they?
- Someone is knocking at the door, aren’t they?
নিয়ম ১৬: Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম) যেমন: everything, nothing, something, anything এদের Subject হিসেবে ব্যবহার করলে Question tag-এর Subject “it” হয়।
- Everything is ready, isn’t it?
- Nothing happened, did it?
- Something is wrong, isn’t it?
নিয়ম ১৭: Few, little, seldom, hardly, scarcely ইত্যাদি negative sense (না-বোধক অর্থে) ব্যবহৃত হলে এদের Tag Question হ্যাঁ-বোধক হয়।
- He has few friends, does he?
- She knows little about music, does she?
- They seldom go there, do they?
- He hardly ever smiles, does he?
- We scarcely had time to catch the train, had we?
নিয়ম ১৮: This/That Subject হিসেবে থাকলে Tag Question-এর Subject “it” হয় এবং These/Those Subject হিসেবে থাকলে Tag Question-এর Subject “they” হয়।
- This is your book, isn’t it?
- That was a great movie, wasn’t it?
- These are new pens, aren’t they?
- Those were delicious mangoes, weren’t they?
নিয়ম ১৯: যদি কোনো বাক্যের Subject হিসেবে One থাকে, তবে Tag Question-এর Subject হিসেবে সাধারণত “one” অথবা “he” ব্যবহৃত হতে পারে। তবে “one” ব্যবহার করাই বেশি formal।
- One should respect one’s parents, shouldn’t one? (বেশি formal)
- One should respect one’s parents, shouldn’t he? (কম formal)
নিয়ম ২০: কোনো Affirmative Sentence যদি “There + be verb” দিয়ে শুরু হয় এবং তারপর যদি Plural Noun থাকে, তবে Tag Question-এর Auxiliary verb টি বহুবচন হবে এবং Subject “there” হবে।
- There are some problems, aren’t there?
নিয়ম ২১: Negative Adverb (never, rarely) যুক্ত Sentence-এর Tag Question সাধারণত হ্যাঁ-বোধক হয়।
- He never goes there, does he?
- She rarely complains, does she?
নিয়ম ২২: Have got/Has got থাকলে Tag Question-এ have/has ব্যবহৃত হয়।
- You have got a car, haven’t you?
- He has got a new job, hasn’t he?
নিয়ম ২৩: Used to থাকলে Tag Question-এ didn’t অথবা usedn’t ব্যবহৃত হতে পারে।
- He used to play cricket, didn’t he? / usedn’t he?
নিয়ম ২৪: Would rather/Had better/Would better থাকলে Tag Question-এ wouldn’t ব্যবহৃত হয়।
- You’d rather go home, wouldn’t you?
- He’d better see a doctor, wouldn’t he?
Comments