Read the passage carefully and answer
the questions following it. Unit7:
Lesson-1(A)
The
pioneer of Bangladeshi modern art Zainul Abedin is widely acclaimed for his
Zainul
developed a knack for drawing and painting when he was a high school student.
After completing high school, he got admission to the Government School of Art,
Zainul
Abedin is considered the founding father of Bangladeshi art. He was an artist
of outstanding talent and earned international reputation. For his artistic and
visionary qualities, he is referred to as Shilpacharya
meaning ‘great teacher of art’ in
He
designed the pages of Constitution of Bangladesh. He founded the
The
river
Zainul
was born in Kishoreganj on 29 December 1914 and died on 28 May 1976.
বঙ্গানুবাদঃ বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের অগ্রপথিক জয়নুল আবেদীন তার বাংলার ‘দুর্ভিক্ষের চিত্র’ এর জন্য ব্যাপকভাবে প্রশংসিত। একটি চিত্র ক্রমধারা মাধ্যমে, জয়নুল কেবল ১৯৪০ সালের চরম দুর্ভিক্ষকেই উপস্থাপন করেন নি মনুষ্য সৃষ্ট দুর্ভোগে অনাহারে মৃত্যু নিয়তিতে নির্ধারিত হওয়া মানুষের চিত্রের মাধ্যমে এর অনিষ্টকারী রূপও প্রদর্শন করেছেন। তিনি মানবীয় করুণা মিশিয়ে এই অতি হৃদয়বিদারক ছবিগুলো এঁকেছেন। চিত্রের জন্য তিনি কাঠকয়লা পুড়িয়ে নিজের কালি তৈরি করতেন এবং কাগজ হিসেবে ব্যবহার করতেন সস্তা সাধারণ মোড়কের কাগজ। তিনি এক গুচ্ছ ব্রাশ এবং কালির ছবি এঁকেছেন, যা পরবর্তীতে মানবিক দুর্ভোগের কষ্টের প্রতিমা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল।
জয়নুল আবেদীন যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন তখনই তিনি ছবি আঁকার জন্য এক দক্ষতার বিকাশ ঘটান। মাধ্যমিক বিদ্যালয় শেষ করে তিনি গভর্নমেন্ট স্কুল অভ আর্ট, ক্যালকাটা (বর্তমান কলকাতা) তে ভর্তি হন। ১৯৩৮ সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্র থাকা অবস্থাতেই তাকে সেই আর্ট স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯৫১-৫২ সালে স্নেইড স্কুল অভ আর্টস, লন্ডনে যোগদান করেন।
জয়নুল আবেদীনকে বাংলাদেশি চিত্রশিল্পের প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভার একজন শিল্পী এবং তিনি আন্তর্জাতিক সুনাম অর্জন করেছিলেন। তাঁর শৈল্পিক এবং কল্পনাশক্তির গুণাবলির জন্য তাঁকে বলা হয় শিল্পাচার্য যার অর্থ হল বাংলাদেশে ‘চিত্রশিল্পের মহান শিক্ষক’। তিনি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকাতে অবস্থিত প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৬৯ সালে নবান্ন (ফসল তোলা) প্রদর্শনীর সংগঠন করেন। প্রদর্শনীতে একটি ৬৫ ফুট দীর্ঘ লেখ্যপট চিত্র পূর্ব পাকিস্তানের গ্রামীণ অবস্থাকে ধাপে ধাপে প্রাচুর্য থেকে দরিদ্রতা পর্যন্ত তুলে ধরে প্রদর্শন করে। এটি ইতোমধ্যে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে তীব্র অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। প্রদর্শনীটি ছিল শিল্পীদের পক্ষ থেকে প্রতিবাদের প্রতীক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির দাবির একটি মাইলফলক। জয়নুলের প্রাণবন্ত চিত্রশৈলীর একটি স্পষ্ট উদাহরণ হল ৩০ ফুট দীর্ঘ লেখ্যপট চিত্র যার নাম মনপুরা, সেটি করা হয়েছিল ১৯৭০ সালের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে নিহত শত শত ও হাজার হাজার মানুষের মৃত্যুর স্মরণে।
তিনি বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠাগুলোর নকশা করেন। তিনি সোনারগাঁও এ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৫ সালে জয়নুল আবেদীন সংগ্রহশালাও প্রতিষ্ঠা করেন যেটি হলো তাঁর নিজের কর্মের একটি গ্যালারি। ব্রহ্মপুত্র নদ তাঁর চিত্রে মুখ্য ভূমিকা পালন করে এবং তাঁর কর্মজীবনে প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তার শিশুকালের অধিকাংশ সময় কেটেছে ব্রহ্মপুত্র নদের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। জলরঙের এক গুচ্ছ ছবি যা জয়নুল নদীটিকে উৎসর্গ করে এঁকেছিলেন তা ১৯৩৮ সালে সর্ব ভারত প্রদর্শনীতে গভর্নরস স্বর্ণপদক এনে দেয়। এটিই ছিল প্রথমবার যখন তিনি কেন্দ্রবিন্দুতে আসেন এবং এই পুরস্কারটি তাঁকে নিজ সৃষ্টির চিত্রশৈলী তৈরিতে আতœবিশ্বাস যোগায়।
জয়নুল ১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৮শে মে মৃত্যুবরণ করেন।
[ডেইলি স্টার থেকে অভিযোজিত: জুলাই ১৬, ২০১২।]
1. Choose the best answer from the alternatives. 1×7=7
a. Zainul Abedin graduated with — in 1938.
(i) first class (ii) honour (iii) award (iv) distinction
b. Zainul developed a knack for —.
(i) drawing (ii) painting (iii) fishing (iv) drawing and painting
c. _ plays a pivotal role in his paintings.
(i) Brahmaputa (ii) Buriganga (iii) Nabaganga (iv) Surma
d. Zainul was born in —.
(i) Kaliganj (ii) Keraniganj (iii) Kishoreganj (iv) Manikganj
e. Zainul is considered the — of Bangladeshi art.
(i) father (ii) founding father (iii) famous artist (iv) renowned painter
f. Zainul attended the Slade School of Arts in —.
(i)1950-1951 (ii) 1951-1952 (iii) 1952-1954 (iv) 1951-1961
g. He was the — of the first art school in Dhaka.
(i) first student (ii) first Principal (iii) second Principal (iv) second student
Extra Practices
h. He organized the harvest exhibition is —.
(i) 1969 (ii) 1996 (iii) 1959 (iv) 1989
i. Zainul designed the pages of Constitution of —.
(i) Bangladesh (ii) India (iii) Pakistan (iv) Nepal
j. Zainul passed away on —.
(i) 1974 (ii) 1975 (iii) 1976 (iv) 1996
k. Zainul Abedin developed a knack for drawing and painting when he was a student of —.
(i) College (ii) High school (iii) University (iv) Art College
l. Zainul graduated with the — position in 1938.
(i) first (ii) second (ii) third (iv) fifth
m. The river which plays a resplendent role in his paintings is —.
(i) the Padma (ii) the Meghna (iii) the Jamuna (iv) the Brahmaputra
n. The Brahmaputra plays a — role in his paintings.
(i) Significant (ii) Important (iii) Resplendent (iv) Vital
o. When Zainul graduated with first position.
(i) 1951 (ii) 1939 (iii) 1938 (iv) 1940
p. If Calcutta before used, what word we used now ——.
(i) Kalkata (ii) Kolkata (iii) Culcutta (iv) Cullcutta
q. Becoming an artist of outstanding talent what reputation specially he eared ——?
(i) External (ii) National (iii) International (iv) Seminational
2. Answer the following questions. 2×5 = 10
a. What is “Shilpacharya”?
b. What intensified the non-co-operation movement against Pakistan regime?
c. What plays a resplendent role in his career?
d. When did Zainul Abedin develop a knack for drawing and painting?
e. Where did he found the Folk Art Museum?
Extra Practices
f. What do you know about Zainul Abedin?
g. Why is Zainul widely acclaimed?
h. Where did he get admission after completing high school?
i. Why do you think he is referred to as “Shilpacharya”?
j. Did he get the Governor’s Gold Medal?
k. When was Zainul Abedin born?
l. What plays a predominant role in his career?
m. Where did he found the folk Art Museum?
n. What do you mean by shilpacharja?
o. When did Zainul develop a knack for drawing and painting?
Comments