Skip to main content
Hello everybody! সবাই কেমন আছো।

Bhutan,Passage class 9

Bhutan is called the Jewel of the Eastern Himalayas. This small, landlocked country is located along the southern slopes of the Himalayan range, bounded by Tibet in the North and India from the other sides. The official name of Bhutan is Druk-yul which means ‘land            of the thunder dragon’. It earned this name because of the fierce storms that often roll in from the Himalayas. The country has an area of 38,394 and a population of 716,896. Since it is cut off from the rest of the world by the Great Himalayas, a unique culture and tradition based on gentle Buddhist beliefs have evolved over time.

Bhutanese men wear Gho - a knee length robe - and women wear Kira - a sheet like cloth piece. Bhutanese houses are built from mud and stone, with wooden          shingle roof. The Bhutanese never use iron nails in their buildings. Usually, the Bhutanese build each other's houses by exchanging labour within the community. Different Festivals are celebrated all year round in Bhutan. The festivals reflect colourful masks and the rich Bhutanese culture. Dances are performed by the Buddhist monks to protect the valleys and ward off evil spirits. The main religious festival is called Tshechus. The teachings of Lord Buddha are enacted through mask dances for three-five days in the courtyard of the monasteries. People attend these events in their best clothes, with picnic baskets. Another major festival is called Losar.  It is celebrated on Lunar New Year.  People cook special dishes and wear new clothes. It is a time for family get together. Men play archery or darts while women sing and dance.

Pure mountain air, crystal blue skies and pristine vegetation cover have made this small country an ideal destination for the environment lovers. The ecosystem of this small nation supports the existence of  rich flora and fauna which are protected by strict laws. Even, anyone found guilty of killing a black-necked crane could be sentenced to life in prison.

The government of Bhutan has taken a number of steps to protect its bio-diversity. Bhutan is the first country in the world with specific constitutional obligations on its people to protect the environment. As per the constitution, at least 60 percent of the country must remain under forest cover at all times. Efforts are also taken to protect the nation against the intrusion of foreign cultures and values. The first foreign tourists were allowed into Bhutan in 1974. Now, tourism is encouraged but is controlled and limited to about 6,000 visitors a year. Bhutan is one of the last countries in the world to introduce television and the Internet to its people. The government lifted a ban on TV and the Internet only in 1999. The Bhutanese government has made it mandatory for all Bhutanese to wear only their national dress in public.

Finally, the most interesting fact about Bhutan is that they are the only country that measures success in Gross National Happiness rather than Gross National Product! In 2006, Business Week rated Bhutan as the happiest country in Asia and the eighth happiest country in the world.ভূটানকে পূর্ব হিমালয়ের রতœ বলা হয়। চারদিকে স্থল দ্বারা আবৃত ছোট এই দেশটি হিমালয়ের দক্ষিণ ঢাল বরাবর অবস্থিত যার উত্তরে তিব্বত এবং অন্যান্য পাশে রয়েছে ভারত। ভূটানের সরকারি নাম ড্রুক ইউলযার মানে হলো ‘বজ্র ড্রাগনের দেশ’। দেশটি এই নাম অর্জন করেছে ভয়ানক ঝড়ের কারণে যা প্রায়শই হিমালয় থেকে প্রবাহিত হয়। দেশটির আয়তন ৩৮,৩৯৪ এবং জনসংখ্যা ৭১৬,৮৯৬। যেহেতু এই দেশটি বিশাল হিমালয় দ্বারা বাকি পৃথিবী থেকে চিচ্ছিন্ন, এর অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য শান্ত বৌদ্ধধর্মের বিশ্বাসের ওপর ভিত্তি করে কালক্রমে বিকশিত হয়েছে।

ভূটানের পুরুষেরা পরিধান করে ঘো-একটি কনুই পর্যন্ত লম্বা ঢিলে জামা- এবং মহিলারা পরিধান করে কিরা- একটি চাদরের ন্যায় কাপড়। ভূটানের বাড়িগুলো কাদামাটি আর পাথর থেকে তৈরি করা হয় যার ছাদ হয় আয়তাকার কাঠের। ভুটানিরা কখনও তাদের দালানে লোহার পেরেক ব্যবহার করে না। সাধারণত ভুটানিরা একে অন্যের বাড়ি তৈরি করে তাদের স¤প্রদায়ের ভেতরে শ্রম

আদান প্রদানের মাধ্যমে। ভুটানে সারা বছর বিভিন্ন উৎসব পালন করা হয়। উৎসবগুলো রঙিন মুখোশ এবং ভুটানের সমৃদ্ধ সংস্কৃতিকে প্রকাশ করে। অশুভ শক্তির হাত হতে উপত্যকাগুলো এবং এতে বসবাসকারীদের রক্ষা করার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা নৃত্য করে থাকে । প্রধান ধর্মীয় অনুষ্ঠানের নাম শিছুস। বৌদ্ধ মঠের প্রাঙ্গনে তিন থেকে পাঁচ দিন ধরে মুখোশ নৃত্যের মাধ্যমে প্রভু বুদ্ধের শিক্ষাসমূহ মঞ্চস্থ করা হয়। মানুষেরা সর্বোত্তম পোশাক পরিধান করে বনভোজনের বাক্স নিয়ে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। আর একটি প্রধান উৎসব লোসার। এটি উদযাপিত হয় নতুন চান্দ্র বৎসরে। মানুষ বিশেষ খাবার প্রস্তুত করে এবং নতুন কাপড় পরিধান করে। পরিবারের একত্র হবার সময় এটি। পুরুষেরা ধনুর্বিদ্যা অথবা বান খেলে যখন মহিলারা গান করে এবং নাচে।

বিশুদ্ধ পর্বত বায়ু, স্বচ্ছ নীল আকাশ এবং আদিম গাছপালায় ঢাকা ছোট এই দেশটিকে পরিবেশ প্রেমীদের নিকট একটি আদর্শ গন্তব্যস্থলে পরিণত করেছে। ক্ষুদ্র এই দেশটির পরিবেশ (বাস্তু সংস্থান) সমৃদ্ধ উদ্ভিদকুল এবং প্রাণীকুলের অস্তিত্বের জন্য অনুকূল যা কঠোর আইনের দ্বারা রক্ষা করা হয়। এমনকী, যদি পাওয়া যায় যে কেউ একজন একটি কালো গলাবিশিষ্ট সারস হত্যা করেছে তবে তাকে সারাজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়।

ভুটান সরকার এর জীব বৈচিত্র্যকে রক্ষার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ভুটানই পৃথিবীতে প্রথম দেশ যেখানে পরিবেশ রক্ষার জন্য মানুষের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী দেশটির কমপক্ষে ৬০ ভাগ অবশ্যই সবসময় গাছে ঢাকা থাকবে। জাতিকে বিদেশি সংস্কৃতি এবং মূল্যবোধের অনুপ্রবেশের হাত থেকে রক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুটানে বিদেশী পর্যটকদের প্রথম অনুমতি দেওয়া হয় ১৯৭৪ সালে। এখন পর্যটনকে উৎসাহিত করা হয তবে এটি নিয়ন্ত্রিত এবং বছরে ৬০০০ ভ্রমণকারীর মধ্যে তা সীমাবদ্ধ। দেশবাসীকে টিভি ও ইন্টারনেট সাথে পরিচয় করিয়ে দেয়া সর্বশেষ দেশগুলোর মাঝে ভুটান অন্যতম। সরকার টেলিভিশন আর ইন্টারনেটের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মাত্র ১৯৯৯ সালে। ভুটান সরকার জনসমক্ষে জাতীয় পোশাক পরাকে বাধ্যতামূলক করেছে।

সবশেষে, ভূটান সম্পর্কে সবচেয়ে মজার বিষয় এই যে ভুটানই হলো একমাত্র দেশ যেখানে সফলতা পরিমাপ করা হয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে মোট জাতীয় সুখের ওপর ভিত্তি করে। ২০০৬ সালে বিজনেস্ উঈক ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী রাষ্ট্র এবং পৃথিবীতে ৮ম সুখী রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়।


  • Bhutan - ভুটান
  • Jewel - রত্ন, মণি
  • Eastern - পূর্ব
  • Himalayas - হিমালয় পর্বতমালা
  • Country - দেশ
  • Landlocked - স্থলবেষ্টিত
  • Southern - দক্ষিণ
  • Slopes - ঢাল
  • Range - পর্বতমালা
  • Tibet - তিব্বত
  • India - ভারত
  • Name - নাম
  • Druk-yul - দ্রুক-য়ুল
  • Land - ভূমি
  • Thunder - বজ্র
  • Dragon - ড্রাগন
  • Storms - ঝড়
  • Area - এলাকা
  • Population - জনসংখ্যা
  • Culture - সংস্কৃতি
  • Tradition - ঐতিহ্য
  • Beliefs - বিশ্বাস
  • Men - পুরুষ
  • Gho - ঘো
  • Robe - পোশাক
  • Women - নারী
  • Kira - কিরা
  • Cloth - কাপড়
  • Houses - ঘর
  • Mud - কাদা
  • Stone - পাথর
  • Roof - ছাদ
  • Nails - পেরেক
  • Labour - শ্রম
  • Community - সম্প্রদায়
  • Festivals - উৎসব
  • Masks - মুখোশ
  • Dances - নৃত্য
  • Monks - সন্ন্যাসী
  • Valleys - উপত্যকা
  • Spirits - আত্মা
  • Festival - উৎসব
  • Tshechus - ৎসেচুস
  • Teachings - শিক্ষা
  • Buddha - বুদ্ধ
  • Monasteries - মঠ
  • Clothes - পোশাক
  • Baskets - ঝুড়ি
  • Losar - লোসার
  • Year - বছর
  • Dishes - খাবার
  • Family - পরিবার
  • Archery - তীরন্দাজি
  • Darts - ডার্টস
  • Air - বাতাস
  • Skies - আকাশ
  • Vegetation - উদ্ভিদ
  • Destination - গন্তব্য
  • Ecosystem - ইকোসিস্টেম
  • Flora - উদ্ভিদকুল
  • Fauna - প্রাণিকুল
  • Laws - আইন
  • Crane - সারস
  • Prison - কারাদণ্ড
  • Government - সরকার
  • Biodiversity - জীববৈচিত্র্য
  • Obligations - বাধ্যবাধকতা
  • Forest - বন
  • Tourism - পর্যটন
  • Television - টেলিভিশন
  • Internet - ইন্টারনেট
  • Dress - পোশাক
  • Happiness - সুখ
  • Product - উৎপাদন
  • Asia - এশিয়া
1. Choose the best answer from the alternatives. 1×7=7
a. People celebrate Losar by . 
(i)cooking special dishes and wearing new clothes
(ii) having chess and badminton
(iii) having a trip to the neighbouring households
(iv) harvesting crops
b. The first foreign tourists were permitted to Bhutan in . 
(i) 1947 (ii) 1974 (iii) 1927 (iv) 1972
c. In Bhutan  of the country must remain under forest cover. 
(i) 50% (ii) 55% (iii) 60% (iv) 65%
d. Bhutanese houses are  mud and stone with wooden roof. 
(i) building (ii) built by (iii) build by (iv) built from
e. The progress of Bhutan as a nation is measured by .
(i) GNP (ii) Gross National Happiness
(iii) Gross National Income (iv) Per Capita Income
f. Bhutan has an area of  Sq kms. 
(i) 18394 (ii) 28394 (iii) 38394 (iv) 38384
g. The population of Bhutan is . 
(i) 716896 (ii) 715896 (iii) 716869 (iv) 176986
Extra Practices 
h. The Bhutanese never use  in their buildings.
(i) iron (ii) iron nails (iii) wood (iv) wooden nails
i. The Bhutanese build each other people’s houses by exchanging _ the community. 
(i) labour outside (ii) labour within (iii) money within (iv) money outside
j. The govt lifted a ban on  only in 1999. 
(i) Tlevision (ii) The Internet
(iii) Thelevision and the Internet (iv) Internet and Computer
k. The progress of Bhutan as a nation is measured by ——.
(i) Gross National Income (ii) Gross National Product
(iii) Per Capita (iv) Gross National Happiness
l. Bhutanese houses are built from——.
(i) mud, stone, woods with iron nails (ii) a sheet of cloth and wooden roof
(iii) mud and stone with wooden roof (iv) bamboo and wood
m. As per the constitutional obligation imposed by the Bhutanese government ——.
(i) 60% of the country must remain under forest cover.
(ii) foreign nationals are not allowed to visit Bhutan still now.
(iii) no citizen can use the Internet in their houses.
(iv) people must always wear traditional Bhutanese clothes.
n. The first foreign tourists were permitted into Bhutan in ——.
(i) 1947 (i) 1974 (iii) 1927 (iv) 1972
o. People celebrate Losar by ——.
(i) cooking special dishes and wearing new clothes
(ii) having chess and badminton
(iii) having a trip to the neighbouring households
(iv) harvesting crops
p. What is called the Jewel of the  Eastern Himalayas?
(i) Bhutan (ii) Nepal (iii) India (iv) Bangladesh
q. It is bounded by Tebet -----.
(i) in the East (ii) in the South (iii) in the North (iv) in the West
2. Answer the following questions. 2×5 = 10
a. How is the progress of Bhutan measured?
b. How is Loser celebrated?
c. When did the govt lift a ban on TV and the Internet?
d. What is mandatory for all Bhutanese?
e. Which materials are Bhutanese houses built from?
Extra Practices 
f. What do the festivals reflect?
g. How do the Bhutanese build each other houses?
h. What do you think the Buddhist monks perform dances?
i. What is the main religious festival of the Bhutanese?
j. What is Bhutan called?
k. How is the progress of Bhutan as a nation measured?

Comments

Translate