Part
A :
Read the passage carefully and answer
the questions following it. Unit-6:
Lesson-2(B)
When someone
comes to
Despite its
modest size
Besides these
man-made riches, one may find the God-given blessings of nature in
বঙ্গানুবাদঃ যখন কেউ শ্রীলংকায় আসবে তখন হয়ত তারা প্রায়ই আইউবওয়ান শব্দটি শুনবে। এই শব্দটির অর্থ ‘আপনি দীর্ঘজীবনের আশির্বাদপ্রাপ্ত হোন’। এই ঐতিহ্যবাহী অভিনন্দনের মাধ্যমে সবাইকে শ্রীলংকায় স্বাগত জানানো হয়। শ্রীলংকার অনেকগুলো উপনাম আছে ঃ সিরিনদ্বীপ, সিলন, ভারতের অশ্র“বিন্দু, ভারত মহাসাগরের মুক্তা, ইত্যাদি। এই নামগুলোই এই দ্বীপদেশটির সমৃদ্ধি এবং সৌন্দর্য প্রকাশ করে। অনেক ভ্রমণকারী, প্রাচীন নাবিক এবং ব্যবসায়ী থেকে আধুনিক নভচারী, এই দ্বীপের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে।
শ্রীলংকা ভারত মহাসাগরে, ভারতের ঠিক দক্ষিণ-পূর্ব সমূদ্র উপকূলে অবস্থিত। একফোঁটা অশ্র“র মতো দেখতে শ্রীলংকা দ্বীপটির আয়তন উত্তর থেকে দক্ষিণে ৪১৫ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় ২২০ কিলোমিটর যার সর্বমোট আয়তন ৬৫,৬০০ বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র উপকূল।
এর মাঝারি আকৃতি সত্তে¡ও শ্রীলংকার জনসংখ্যা প্রায় ২০ মিলিয়ন। শ্রীলংকা বহুধর্ম, বহু-গোষ্ঠী এবং বহু-ভাষার একটি দেশ। প্রধান চারটি নৃতাত্তি¡ক গোষ্ঠী হলো সিংহলী, শ্রীলংকার তামিল, ভারতের তামিল এবং শ্রীলংকার মূর বা মুসলমান। একটি পঞ্চম গোষ্ঠী ভেদ্ধাস হল দেশটির আদি অভিবাসী। শ্রীলংকার প্রাচীন ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণনা করা হয়েছে। কিন্তু শ্রীলংকার উৎপত্তির ওপর সবেচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মহাভমস বা ‘বৃহৎ কালানুক্রমিক ঘটনাপঞ্জির সাথে সংশ্লিষ্ট।
শ্রীলংকার অর্থনীতি ঐতিহ্যগতভাবেই কৃষির ওপর নির্ভরশীল। শস্য যেমন চা, রাবার এবং নারিকেলের রপ্তানির ওপর জোর দেওয়া হয়। প্রকৃতপক্ষে, শ্রীলংকা বিশ্বের সর্বোচ্চ চা রপ্তানিকারক দেশ। দেশটি হরেক রকমের মসলা যেমন দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং জায়ফল এর প্রধান উৎপাদনকারী ও সরবরাহকারী দেশ। দারুচিনি প্রথমে শ্রীলংকাতেই উৎপাত্তি হয়েছিল এবং পরে আরব নাবিকেরা সারা বিশ্বে তা পরিচয় করিয়ে দেয়।
শ্রীলংকার প্রততাত্তিক সম্পদ অতীতের সেই সভ্যতাকে প্রতিফলিত করে যা গ্রিসের সোনালী যুগ, রোমান সাম্রাজ্য, মায়ানগর দুর্গ এবং নেপোলিয়নের মহত্ত¡ এর মধ্যে রয়েছে। যে সংস্কৃতি ঐসব গৌরবময় অতীতকে অনুসরণ করেছিল তা পশ্চিমা উপনিবেশিকদের
এবং প্রাচ্যেও বণিকদের অধিক সাম্প্রতিক প্রভাব দ্বারা সমৃদ্ধশালী হয়েছে। এর ফলে এখানে গোত্র ও ধর্ম, চারু ও কারু শিল্প, উৎসব এবং পোশাকের এক অনন্য মিশ্রণ- এর উন্নতি সাধিত হয়।
মানব সৃষ্ট এসব ঐশ্বর্য ছাড়াও শ্রীলংকায় পাওয়া যায় ঈশ্বর প্রদত্ত প্রাকৃতিক আশীর্বাদ। এই দ্বীপটি আশীর্বাদপুষ্ট হয়েছে উজ্জ্বল নীল সমুদ্র, বালুকাময় সৈকত, সবুজ পাহাড়, চলমান জলপ্রপাত, পর্যাপ্ত বন্যজীবন আর বিচিত্র রকমের ফুল ও ফল দিয়ে। দেশটিতে নারকেল গাছ, মসলার বাগান, চা ক্ষেত্র এবং অন্যান্য অনেক বাগান ও বন প্রচুর পরিমাণে আছে। সমগ্র পৃথিবী থেকে ভ্রমণকারীরা শ্রীলংকায় আসে। এখানে একজন ক্লান্ত যাত্রী একটি গৌরবময় অলস দিন কাটাতে পারে পাম গাছে আচ্ছাদিত একটি উপহ্রদে বসে অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে থেকে। এবং দুঃসাহসীদের জন্য এখানে দিনগুলো উত্তেজনা, বায়ুভর্তি টিউবের সাহায্যে সাঁতার কেটে, মাছ ধরে অথবা নৌকা চালিয়ে পূর্ণ হতে পারে।
1. Choose the best answer from the alternatives. 1×7=7
a. The
total land area of
(i)
65,600 (ii) 300 (iii) 147,181 (iv) 3,287,590
b. The
population of
(i)
20 lakh (ii) 20 crore (iii) 20 million (iv) 20 billion
c. Traditionally
economy of
(i)
agriculture (ii) industry (iii) fishing (iv) business
d. Cinnamon
was introduced later to the world by the ¾ merchants.
(i)
Arab (ii) Australian (iii)
e. The
coastline area of
(i)
less than 1340 kilometres (ii)
more than 1340 kilometres
(iii)
1340 kilometres (iv) 1340
square kilometres
f.
(i)
a teardrop (ii) a jackfruit (iii) an orange (iv) a mango
g.
(i)
largest tea importer (ii)
largest tea exporter
(iii) tea importer (iv) largest fish exporter
h. What is ‘Ayubowan’?
(i) a greeting expression (ii) a spice
(iii) a way to say sorry (iv) a region
of
i.
(i) one (ii) many (iii)
two (iv) less than
two
j. What is the verb form of ‘emphasis’?
(i) emphasis (ii) emphise (iii) emphasize (iv)
emphases
k. The population of
(i) about 20 lakh (ii) around 20 crore (iii) almost 20 billion (iv) about 20 million
l. The total land area of
(i) about 65,600 square kms (ii) about 120 kms
(iii) around 220 ms (iv)
almost 210 kms
m. The coastline area of
(i) less than 1340 kms (ii) more than
1340 kms
(iii) 1340 kms (iv)
1340 square kms
n. Economy of
(i) agriculture (ii) industry (iii) cottage industry (iv) business
o. Cinnamon was introduced later to the world
by the —— merchants.
(i) American (ii) Australian (iii) Arabian (iv) African
p. Where is Srilanka located?
(i) in the Indian Ocean (ii) in the
(iii) in the Arab sea (iv)
in the
q. What does the word Ayubowan mean?
(i) May you be happy (ii) May you prosper in life
(iii) May you have the gift of
long life (iv) May your soul live
in peace
2. Answer the
following questions. 2×5
= 10
a. What
is ‘
b. What
do you mean by “Ayubowan”?
c. What
is the total
d. What
are the four major ethnic groups?
e. What
is the population of
f. Which
country is the world’s largest tea exporter?
g. What
do the nicknames reveal?
h. Where
is
i. What
sorts of spices does
j. What
do you mean by ‘island nation’?
k. What is meant by
"Ayubowan"?
l. What do you mean
by "
m. What is the total
land area of
Comments