Part
A :
Read the passage carefully and answer
the questions following it. Unit-6:
Lesson-1(A)
Known
as the
The
Many festivals adding
dazzling colour to Nepal’s vibrant culture which are celebrated throughout the
year. Dasain or Dusherra is celebrated nationwide in October. This is the most
important of all Nepalese celebrations and includes the biggest animal
sacrifice of the year. Tihar is
celebrated in November. Other festivals include the Holi and Chaitra Daisan.
Some Hindu festivals are the Haribodhini
Ekadashi, Maha Shivaratri And the
Krishna Jayanti. There are Buddhist
celebrations too and those include Mani
Rimd, Buddha Jayanti and Losar which marks the Tibetan New Year.
বঙ্গানুবাদঃ এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল এশিয়ার সবচেয়ে মনোহর দেশগুলোর মধ্যে একটি। এটি পৃথিবীতে একমাত্র হিন্দু রাজ্য হিসেবেও পরিচিত। নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটি ভূমি। এর আছে পৃথিবীর কতিপয় সবচেয়ে ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির। এটি একটি দেশ যা মনোমুগ্ধকর দৃশ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ।
ভারত এবং চীনের তিব্বতের অংশের মাঝে নেপাল অবস্থিত। এই ছোট্ট দেশটির আয়তন ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার।
দক্ষিণ নেপাল হলো গ্রীষ্মমন্ডলীয় নিম্নভূমি যা তারাই সমভূমি নামে পরিচিত। নেপালের এই অংশে আছে উত্তপ্ত গ্রীষ্ম এবং উষ্ণ শীতকাল। এখানে তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত উঠে এপ্রিল এবং মে মাসে এবং বৃষ্টি এই অঞ্চলকে সিক্ত রাখে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কাঠমান্ডু এবং পোখারা উপত্যকাসমূহসহ কেন্দ্রীয় পাহাড়িঅঞ্চলে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং মৌসুমি বায়ু দ্বারাও প্রভাবিত। এর উত্তরে হিমালয় পর্বতমালার প্রধান অংশের ঢাল অবস্থিত। নেপালের এই অংশে এভারেস্টসহ পৃথিবীর সর্বোচ্চ কিছু চুঁড়া রয়েছে।
নেপালে প্রায় ২ কোটি ৯০ লাখ লোকের দেশ। জনসংখ্যায় প্রাথমিকভাবে গ্রামীণ। এর রাজধানী কাঠমান্ডুতে রয়েছে দশ লাখেরও কম বাসিন্দা। নেপালের জনসংখ্যাতাত্তি¡ক বৈশিষ্ট্যসমূহ কেবল বিপুল সংখ্যক নৃতাত্তি¡ক গোষ্ঠীর জন্যই নয়, এর বিভিন্ন স¤প্রদায়ের জন্যও জটিল। এই ধরনের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় দুটি গোষ্ঠী বেত্রি ও বাহুন নামে পরিচিত। অন্যদের মধ্যে আছে মগর, থারু এবং তামাঙ, নিউয়ার, মুসলিম, গুরুঙ এবং দামাই। প্রায় ৪৮ ভাগ লোক নেপালী ভাষায় কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে মৈথালি, ভোজপুরি, থারু এবং তামাঙ ভাষার কথা বলা হয়।
প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের ভূমি নেপাল একটি পবিত্র ভূমি যেখানে হিন্দু এবং বৌদ্ধরা শতাব্দির পর শতাব্দি ধরে মিলেমিশে বসবাস করছে। পশুপতিনাথের মন্দিরটি হিন্দুদের জন্য সবচেয়ে বেশি পবিত্র মন্দির এবং শিব পূজারিদের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহরের একটি। প্রভু বুদ্ধ, এশিয়ার আলো, নেপালের দক্ষিণের সমভূমিতে অবস্থিত লুম্বিনিতে জন্মগ্রহণ করেছিলেন, যা এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রার গন্তব্যস্থানে পরিণত করেছে। প্রকৃতপক্ষে, অনেক নেপালি হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় চর্চা একত্রিত করে পালন করে; অনেক মন্দির এবং দুই মতের বিশ্বাসীরাই ব্যবহার করে এবং কিছু দেবদেবীকে হিন্দু এবং বৌদ্ধ উভয়েই পূজা করে।
কাঠমান্ডু উপত্যকা নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। উপত্যকার তিনটি প্রাচীন শহর-পাটান, কাঠমান্ডু এবং বক্তাপুর-শহুরে নক্শা, অভিজাত স্থাপত্যশিল্প এবং মার্জিত সংস্কৃতির সমন্বয়ের প্রতীককে তুলে ধরে। পৃথিবীতে অতুলনীয় ধর্মীয় স্মৃতিস্তম্ভের জন্য এই শহরগুলো বিখ্যাত। উপত্যকার মধ্যে অবস্থিত সাত স্মৃতিস্তম্ভের এলাকাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে নামকরণ করেছে।
নেপালের রোমাঞ্চকর সংস্কৃতিতে চোখ ধাঁধানো রঙ যোগ করেছে অনেক উৎসব যেগুলো সারাবছর ধরে উদ্যাপন করা হয়। দসাইন বা দাশেরা অক্টোবর মাসে সারা দেশজুড়ে পালন করা হয়। নেপালিদের সব উদযাপনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে রয়েছে বছরের সবচেয়ে বৃহৎ পশুবলী। তিহার নভেম্বরে উদ্যাপন করা হয়। অন্যান্য উৎসবের মধ্যে রয়েছে হোলী এবং চৈত্র দইসান। কিছু হিন্দু উৎসব হচ্ছে হরিবধিনী একাদশী, মহা শিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। বৌদ্ধদের উৎসবও আছে এবং সেগুলো হলো মনি রিম্দ, বৃদ্ধু জয়ন্তী এবং লোসার যা তিব্বতের নতুন বর্ষকে চিহ্নিত করে।
VOCABULARY
Tropical (ট্রপিকাল) adj.- like or found in the tropics with hot climate; গ্রীষ্মমন্ডলীয়। Temperature (টেম্পারচার) n.- the degree of heat or cold in the body, room, country etc; তাপমাত্রা। Monsoon (মন্) n.- a wind in South Asia which blows from the south-east in summer and from the north-west in winder; মৌসুমী বায়ু। Drench (ড্রেন্চ্) v.- to make completely wet; ভিজে যাওয়া/ ভিজানো। Region (রিজিওন) n.- an area usually without fixed limit; এলাকা। Valley (ভ্যালি) n.- an area of land between hills or mountains, often with a river flowing through it; উপত্যকা। Temperate (টেম্পারেট) adj.- moderate in degree; পরিমিত, নীতিশীতোষ্ণ। Influence (ইনফ্লুয়েন্স) n.- to have an effect on subject or something; প্রভাবিত করা বা হওয়া। Slope (ৗেপ) n. a piece of rising or flowing ground; ঢাল। Range (রেঞ্জ) n.- a row, aline, an extent; সারি, পরিসর। Peak (পীক) n.- the top of a hill or mountain; পর্বতশৃঙ্গ, চূড়া। Primarily (প্রাইম্যারিলি) adv.-firstly, chiefly, originally; প্রথমত, মূলত, প্রধানত। Rural (রুর্যাল) adj. rustic, pastoral, of or from village; গ্রাম্য। Inhabitants (ইনহ্যাবিট্যান্স) n.- residents, dwellers; অধিবাসীগণ। Demographic (ডিগ্র্যাফিক) adj.- based on the study of the changing numbers of births, deaths, diseases etc; জনসংখ্যাতাত্ত্বিক। Feature (ফীচার) n.- a distinctive characteristic; an aspect; a trait; বৈশিষ্ট্য। |
1. Choose the
best answer from the alternatives. 1×7=7
a.
(i) Muslim (ii) Buddhist (iii) Christian (iv) Hindu
b. The area of
(i) 147,181 kilometres (ii) 147,187
kilometres
(iii) 147,181 square kilometers (iv) 147,071 square
kilometers
c.
(i) temples (ii) mosques (iii) pagodas (iv) churches
d. People of
(i) September (ii) November (iii) December (iv)
October
e. The population of
(i) 2 crore 90 lakh (ii) 2 crore 9 lakh (iii) 29 crore 9 lakh (iv)
29 crore 90 lakh
f.
(i)
g.
(i) 1 000 000 (i) 1000 (iii) 10 0000 (iv)
1 000 0000
Extra Practices
h. Which of the following is a World Heritage
Site of
(i) Tarai Plain (ii)
Chetri and Bahun
(iii)
The seven monument zones (iv)
i. The people of
(i) Nepalians (ii) Nepolese (iii) Nepalese (iv)
Nepali
j. Adding dazzling
colour to
(i) verb (ii) adjective (iii)
adverb (iv) noun
k.
(i)
Asia (ii) Europe (iii) Africa (iv)
l.
(i) Muslim (ii)
Buddhist (iii) Christian (iv) Hindu
m.
(i) temples (ii) mosques (ii) pagodas (iv) churches
n. The
(i) large land (ii) small land (iii) very big land (iv) very small land
o. The area of
(i) 147,181 Kilometers (ii) 147,181
square kms
(iii) 147,187 kms (iv)
147,781 square kms
p. Which is one of the charming countries in
(i)
q. Which country is also known as the only
Hindu kingdom in the world?
(i)
2. Answer the
following questions. 2×5
= 10
a. What’s
the area of
b. How
many castes and ethnic groups are there in
c. What
are the names of two largest ethnic groups?
d. Which
country is known as the only
e. What
are the three ancient cities of the
Extra Practices
f. What
do you know about
g. Where
is
h. What
is the population of
i. What
is the
Comments