তিনটি প্যাসেজের উচ্চারণ ও বাংলা অর্থ পড়া
১ম প্যাসেজ
Bulbul collects rubbish from the Sankar area in owing words Dhaka. Every morning, he wakes up at 5 o'clock and walks along the streets of Sankar to collect rubbish. People of Sankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. Bulbul walks from door to door to collect them. Sometimes the bins are very dirty and they smell bad. But Bulbul does not mind. He takes out. Everything from the bins and puts them in a large plastic bag. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. Last month Bulbul was sick for two days. So, he couldn't come to collect the rubbish. The people of Sankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back to Sankar. He collected everything from all the bins. Bulbul does not want to fall sick again. He realizes, if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin.
বুলবুল ঢাকার শংকর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। প্রতিদিন সকালে সে ৫টায় ঘুম থেকে ওঠে এবং আবর্জনা সংগ্রহের জন্য শংকরের রাস্তা ধরে হাঁটে। শংকরের লোকেরা তাদের আবর্জনা প্লাস্টিকের পাত্রে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল সেগুলো সংগ্রহ করার জন্য দরজায় দরজায় হাঁটে। কখনও কখনও পাত্রগুলো খুব নোংরা থাকে এবং তাদের থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু বুলবুলের কিছু মনে হয় না। সে পাত্র থেকে সবকিছু বের করে একটি বড় প্লাস্টিকের ব্যাগে রাখে। সে বিশ্বাস করে যে, সব কাজই গুরুত্বপূর্ণ। এই এলাকা পরিষ্কার রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। গত মাসে বুলবুল দুই দিনের জন্য অসুস্থ ছিল। তাই, সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। শংকরের লোকেরা খুব সমস্যায় পড়েছিল। তাদের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। বুলবুল সুস্থ হয়ে ফিরে এলে সে শংকরে ফিরে আসে। সে সমস্ত পাত্র থেকে সবকিছু সংগ্রহ করে। বুলবুল আর অসুস্থ হতে চায় না। সে বুঝতে পারে, সে যদি কয়েক দিনের জন্যও কাজ বন্ধ করে দেয়, তবে পুরো এলাকাটি একটি বড় ডাস্টবিনে পরিণত হবে।
My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after fifteen minutes. My father said good bye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After sometime a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class.
* My - মাই (মাই) - আমার
* first - ফার্স্ট (ফার্স্ট) - প্রথম
* day - ডে (ডে) - দিন
* at - অ্যাট (অ্যাট) - এ, তে
* the - দ্য (দ্য) - টি, টা, খানা, খানি
* new - নিউ (নিউ) - নতুন
* school - স্কুল (স্কুল) - বিদ্যালয়, স্কুল
* was - ওয়াজ (ওয়াজ) - ছিল
* interesting - ইন্টারেস্টিং (ইন-ট্রেস-টিং) - মজার, আগ্রহজনক
* I - আই (আই) - আমি
* was - ওয়াজ (ওয়াজ) - ছিলাম
* going - গোয়িং (গো-ইং) - যাচ্ছিলাম
* to - টু (টু) - প্রতি, তে, জন্য
* with - উইথ (উইথ) - সাথে
* my - মাই (মাই) - আমার
* father - ফাদার (ফা-দার) - বাবা
* in - ইন (ইন) - মধ্যে, তে
* a - আ (আ) - একটি
* rickshaw - রিকশ (রিক-শ) - রিকশা
* We - উই (উই) - আমরা
* reached - রিচড (রিচড) - পৌঁছালাম
* after - আফটার (আফ-টার) - পরে
* fifteen - ফিফটিন (ফিফ-টিন) - পনেরো
* minutes - মিনিটস (মি-নিটস) - মিনিট
* My - মাই (মাই) - আমার
* father - ফাদার (ফা-দার) - বাবা
* said - সেড (সেড) - বললেন
* good - গুড (গুড) - ভালো
* bye - বাই (বাই) - বিদায়
* and - অ্যান্ড (অ্যান্ড) - এবং
* left - লেফট (লেফট) - রেখে গেলেন
* me - মি (মি) - আমাকে
* gate - গেট (গেট) - গেট, দরজা
* I - আই (আই) - আমি
* went - ওয়েন্ট (ওয়েন্ট) - গেলাম
* in - ইন (ইন) - ভিতরে
* found - ফাউন্ড (ফাউন্ড) - দেখলাম, খুঁজে পেলাম
* that - দ্যাট (দ্যাট) - যে, যা
* everyone - এভরিওয়ান (এভ-রি-ওয়ান) - সবাই
* had - হ্যাড (হ্যাড) - ছিল
* gone - গন (গন) - গিয়েছিল
* class - ক্লাস (ক্লাস) - শ্রেণী, ক্লাস
* walked - ওয়াকড (ওয়াকড) - হেঁটে গেলাম
* into - ইনটু (ইন-টু) - মধ্যে, ভিতরে
* classroom - ক্লাসরুম (ক্লাস-রুম) - শ্রেণীকক্ষ
* seat - সিট (সিট) - আসন
* After - আফটার (আফ-টার) - পরে
* sometime - সামটাইম (সাম-টাইম) - কিছুক্ষণ
* teacher - টিচার (টি-চার) - শিক্ষক
* came - কেইম (কেইম) - আসলেন
* warmly - ওয়ার্মলি (ওয়ার্ম-লি) - উষ্ণভাবে
* greeted - গ্রিটেড (গ্রি-টেড) - অভিবাদন জানালেন
* us - আস (আস) - আমাদের
* students - স্টুডেন্টস (স্টু-ডেন্টস) - ছাত্রছাত্রী
* friendly - ফ্রেন্ডলি (ফ্রেন্ড-লি) - বন্ধুত্বপূর্ণ
* My first day at the new school was interesting.
* নতুন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল।
* I was going to school with my father in a rickshaw.
* আমি রিকশায় করে বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম।
* We reached school after fifteen minutes.
* পনেরো মিনিট পর আমরা স্কুলে পৌঁছালাম।
* My father said good bye and left me at the school gate.
* আমার বাবা বিদায় জানিয়ে আমাকে স্কুলের গেটে রেখে গেলেন।
* I went in and found that everyone had gone to class.
* আমি ভেতরে গেলাম এবং দেখলাম সবাই ক্লাসে চলে গেছে।
* I walked into my classroom and found a seat.
* আমি আমার ক্লাসরুমে হেঁটে গিয়ে একটি আসন খুঁজে পেলাম।
* After sometime a teacher came and warmly greeted us.
* কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন।
* I found the students very friendly in my new class.
* আমি আমার নতুন ক্লাসের শিক্ষার্থীদের খুব বন্ধুত্বপূর্ণ মনে করলাম।
৩য় প্যাসেজ
To keep in good health we should be careful about hygiene. The rules and practices of keeping good health are called hygiene. We must practice the rules of hygiene. Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness, and proper medicare are essential for good health.
Some important rules of good personal health are as follows.
a. Balanced diet: Our food should contain correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals and water in it.
b. Personal hygiene: We should follow the personal health practices, such as,
Wash your hands before eating
Bathe regularly and wear clean cloths
Brush your teeth regularly
Brush hair, clean eyes, ears and nails.
c. Cleaning household: We should keep our household and environment clean.
d. Taking clean food and water: Our food should be fresh, clean and properly cooked, and water should be pure.
e. Taking regular exercise: We should take part in games and sports and take physical exercise regularly.
f. Taking regular sleep and rest: We should sleep properly and take proper rest.
Comments