Skip to main content
Hello everybody! সবাই কেমন আছো।

Right Form Of Verb / Use Of Verb

 


Right=সঠিক  form=গঠন  of verb=ক্রিয়ার

সুতরাং Right form of Verbs এর অর্থ হলো-ক্রিয়ার সঠিক রূপের গঠন। R.F.V বলতে বুঝি যেই Sentence যে ধরনের verb ব্যবহার করা প্রয়োজন ঠিক verb এর রূপটাই ব্যবহার করা ।

**RFV এ ভালো করতে হলে যে সকল বিষয় ভালোভাবে জানতে হবে i) Tense, ii) Subject Verb agreement, iii) Number, iv) Gender v) Voice

V1 এর ব্যবহার: V1 বলতে Verb এর pererent from কে বুঝায়।Subjectটি 3rd person singular number হলে V1 এর স্থলে Vs/es বসে।

i)প্রবাদ বাক্যের ক্ষেত্রে সব সময় টি হবে। Ex: Always speak the truth. Never tell a lie. Unity is strengh

ii)চিরন্তন সত্য হলে সবসময় V1 হয়। Ex: The sun rises in the east. Allah is almighty. Man is mortal.

iii)Simple present বুঝালে V1 হয় Ex: I eat rice.I go to madrasha.

iv)Have to has to, had better, can, could  May, Might ইত্যাদি Modal Auxilary verb এর পরে V1 হয়।

Ex: May I come in sir?  I can do the work. You have to go there.

v) Preposition, to এর পরে V1 হয়।  Ex: He wants to back. To walk in morning in a good habit.

vi)can not but এর পরে V1 হয়। Ex: I can not but go there.

vii)Do/Don't did/didn't, does / doesn't ইত্যাদি কোন বাক্যে উল্লেখ থাকলে মূল verbটি V1 হবে, Ex: He doesn't go to school.

viii)The doctor did not prescribe any medicine to the King.

ix)ঐতিহাসিক সত্য/ অভ্যাসগত কর্ম হলে Verbটি V1 হয়।   Ex: Kazi Nazrul Islam is our rebel poet. He goes to madrasha regularly.

x) কোনো বাক্যে Always,occasionally, usually, After, daily, Generally, sometime Regularly, Every day ইত্যাদি থাকলে V1 হয়।

Ex: Sometimes I find work. He goes to school everyday.

Modal Auxilary Verb এর ব্যবহার

*Model Auxilary গুলো হল can, could, shall, should, will, would, May, Might,have to, has to, had to, had better, ought to, used to, need to, dare to ইত্যাদি।

*Model Auxilary এর পরে সবসময় V1 হবে। Ex: I can do the work.

*Model Auxilary+be এর পরে সবসময় V3 হবে। Ex: It can be done.

*Model Auxilary + have এর পরে সবসময় V3 হবে। Ex You might have heard the Intiper name of USA.

*ব্যাতিক্রমঃ shall be, will be এর পরে Ving হবে।, Ex: He will be going there.

V2 এর ব্যবহার: V2 বলতে verb এর past from কে বুঝায়।

i)অতীতের কোন ঘটনা নির্দেশ করলে V2 হয়। Ex:I went to school.I bought a shirt.

ii)কোনো sentence once, once upon a time, Yesterday, Ago, long time ago, Last + day/year/month/century ইত্যাদি থাকলে V2 হয়।

Ex: Yesterday I received your letter. Once there was a King Scotland.

V+ing  এর ব্যবহার

*সকল প্রকার continues tense এ V+ing হবে।

Ex: I am eating rice. (present continuous.)  He was eating rice. (past continuous)  I shall be eating rice. (future continuous).

I have been eating rice for ten minutes. (preset perfect continuous) * I had been eating rice ten minutes.  (past perfect continuous)

 I shall have been eating rice ten minutes.  . (future perfect continuous)

*Would you mind এর পরে V+ing হয়। Ex: would your mind visiting  Cox's Bazar. Would  you mind opening a bank account.

*Cann't help এর পরে V+ing হবে, Ex: I cannot help writing.

 *To ছাড়া বাকি সকল preposition এর পরে V+ing হবে। Ex: He is fond of playing cricket.* Without working hard you can not shine in life.

*কিছু To যুক্ত phrase আছে যেগুলোর V+ing হয়। Ex: I am looking forward to seeing you

*কোনো Sentence ( Now, at this moment, at this time ইত্যাদি থাকলে V+ing হয়। Ex: Now, I am waiting for you.

Singular/ plural এর ব্যবহার।

*Subject যদি Singular হয় তাহলে verb singular হবে আর Subject যদি plural হয় তাহলে verb plural হবে l Ex: He is a boy.* They are playing football.

*এমন কতগুলো noun আছে যেগুলোর শেষে s থাকলেও সবসময় Singular হিসেবে গণ্য হবে। যেমনঃEconomics, politics, civics, physics, Gallows, statistics, wages. Ex: Economies is my favourite Subject

*এমন কতগুলো noun আছে যেগুলো দেখতে Singular মনে হলেও এগুলো মূলত plural. যেমন- people, Folk, poultry, Country, police,Cattle etc.

Ex: police are the friends of people.

*একাধিক Singular noun যদি and দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে  verbটি plural হয়। Ex: Karim and Rahim are going to school. Tohin and Tawhid are brothers.

*Adjective এর পূর্বে যদি the থাকে এবং তা যদি কোন জাতিকে নির্দেশ করে, তাহলে Verb plural হয়। Ex: The rich are not always happy. The poor are not always unhappy.

*Uncountable noun যা গননা করা যায় না এবং Abstract noun যেগুলো শুধু অনুভব - করা যায় কিন্তু গণণা করা যায় না, সেগুলোর ক্ষেত্রে verb সবসময় Singular হবে। Ex: The air is gentle.Oxyzen is an important element of our environment.

*যদি কোনো দুটি singular noun, and যুক্ত হয়, একটির পূর্বে যদি airticle থাকে এবং অন্যটির পূর্বে থাকে না। সেক্ষেত্রে verb singular হবে।

Ex: The head master and president of the school is coming.The MP and minister of Sangshad is going.

*দুইটি Singular noun যদি and দ্বারা যুক্ত হয় এবং তা যদি একই বাক্তি বা বস্তুকে বুঝায়, সে ক্ষে্ত্রে verb টি singular হবে।

Ex: Slow and steady wins the race. Bread and butter is my favourite breakfest.

*কোন simple sentence যদি দুইটা Verb থাকে এবং প্রথম verb টি যদি নিম্নে লিখিত Verb এর মধ্যে হয়, তাহলে পরবর্তী Verb এর সাথে ing যুক্ত হবে,

Stop ,delay, consider, admit, Miss, involve, deny, finish, practice, appreciate, postpone, imaging, abide, deny,  Love, hate, enjoy, mind, quit, risk, recall, resist, Suggest ইত্যাদি।

Ex: Would you mind not smoking in this room,

*কোন Simple sentence যদি দুইটা Verb থাকে প্রথম verb টি যদি নিম্নে লিখিত Verb এর মধ্য থেকে হয়, তাহলে পরবর্তী verbটি infinitive হবে।

agree, Choose, aim, arrange, attempt, present, deserve, expect, decide, desire,forget, hope, intend, Learn, manage, need, offer, demand, Wish, plan, prepare, promise, seem Claim, tend, refer, fail, want, afford ইত্যাদি।

Ex: She agreed to play TK 500. I managed to put the five choose out.

*কোনো  Sentence  just, just now, yet,already, never, ever, Lately, recently ইত্যাদি থাকলে  present perfect tense হবে।সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী Subjeet অনুসারে have/has+V3 বসবে।

Ex: I have written a book recently.I have received your letter just now.

*After এর পরে   past perfect হয় এবং After এর আগে past Indefinite হয় Before এর আগে past perfect হয় এবং পরে  past Indefinite হয়।

অর্থাৎ past Indefinite + after + past perfect

           past perfect + Before + past Indefinite.

Ex: The patient had died before the doctor came, The doctor came after the patient had died.

*কোনো sentence Tomorrow, next day/Week/month/year, following year ইত্যাদি থাকলে  future indefinite Tense হবে।

Ex: I shall go to Dhaka Tomorrow. He will come  next month.

*To be এবং having এর পরে Verb এর past participal form হয়।

Ex: Having finished the work, I went there.The work has to be finished.

*Had better, Had rather, would better, would rather এর পরে সবসময় V1 হবে,

Ex: you had better meet with his father.You had rather leave this place.You would rather die than beg.

*কোনো Sentence, would that দিয়ে শুরু হলে অবশ্যই could+V1 বসবে।  Ex: Would that I could buy a car

*কোনো Sentence এর শুরুতে যদি Verb থাকে এবং ঐ Verb টি যদি Subject এর কাজ সম্পন্ন করে, তবে V+ing অর্থাৎ gerund হবে।

Ex: Teaching is a noble profession. Swimming in a good exercise.

*There দিয়ে যদি কোন বাক্য শুরু হয় এবং শূন্যস্থান এর পরে noun টি singular  তাহলে Verbটি Singular হবে।কিন্তু plural হলে verbটি plural হবে।  

Ex: There is a school in our Village. There are a high school, a primary school and a madrasha in our Village

*দুইটি singular subject যদি or, Nor,Either……or, Neither…..nor দ্বারা যুক্ত হয় তাহলে verbটি singular হবে।

Ex: The boy or the girl is fond of sweet. Neither you nor I was there.

*যদি একটি singular Subject এবং plural Subject or, nor, Either...or , Neither….nor দ্বারা যুক্ত  তাহলে plural Subjectটি পরে বসে এবং Verbটি plural হয়। Ex: Nadia or her sisters are dancing

Comments

Translate